আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৯৬৩০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তবলীগ জামাত ফুরফুরা আহলে হাদিস লা-মাযহাবী এর মধ্যে কোনটা ঠিক আসলে জান্নাতে যাবে কারা

২১ অক্টোবর, ২০২১
Kolkata

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


প্রিয় দ্বিনি ভাই!
কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে তা একমাত্র আল্লাহ তায়ালাই ভালো জানেন। তবে রাসূলুল্লাহ সা. এর পবিত্র জবানে আল্লাহ তায়ালা আমাদের জান্নাতের যাওয়ার পথ সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেছে। আমরা যদি সেই পথ আকড়ে ধরতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরাও জান্নাতে যেতে পারবে।নাজাতপ্রাপ্ত দল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

ليأتينَّ على أمَّتي ما أتى على بني إسرائيل حَذوَ النَّعلِ بالنَّعلِ ، حتَّى إن كانَ مِنهم من أتى أُمَّهُ علانيَةً لَكانَ في أمَّتي من يصنعُ ذلِكَ ، وإنَّ بَني إسرائيل تفرَّقت على ثِنتينِ وسبعينَ ملَّةً ، وتفترقُ أمَّتي على ثلاثٍ وسبعينَ ملَّةً ، كلُّهم في النَّارِ إلَّا ملَّةً واحِدةً ، قالوا : مَن هيَ يا رسولَ اللَّهِ ؟ قالَ : ما أَنا علَيهِ وأَصحابي أخرجه الترمذي (2641(

বনী ইসরাঈল যে অবস্থায় পতিত হয়েছিল, নিঃসন্দেহে আমার উম্মাতও সেই অবস্থার সম্মুখীন হবে, যেমন একজোড়া জুতার
একটি আরেকটির মতো হয়ে থাকে। এমনকি তাদের মধ্যে কেউ যদি প্রকাশ্যে তার মায়ের সাথে ব্যভিচার করে থাকে, তবে আমার উন্মাতের মধ্যেও কেউ তাই করবে। আর বনী ইসরাঈল ৭২ দলে বিভক্ত হয়েছিল। আমার উন্মাত ৭৩ দলে বিভক্ত হবে। শুধু একটি দল ছাড়া তাদের সবাই জাহান্নামী হবে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! সে দল কোনটি? তিনি বললেন, আমি ও আমার সাহাবীগণ যার উপর প্রতিষ্ঠিত।
(তিরমিজি হাদিস নং 2641)

আর যারা এই পদ্ধতি অনুসরণ করে তাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাত বলা হয়। যদি আমরা এটিকে বিচারের দৃষ্টিকোণ থেকে দেখি, এতে কোন সন্দেহ নেই যে ওলামায়ে দেওবন্দ ও তাদের পদাঙ্কঅনুসরণকারী দায়ী ব্যক্তিরা রাসূলুল্লাহ সা.-এর নির্দেশিত সেই “মা আনা আলাইহি ওয়া আসহাবী”র পথই অনুসরণ করেন। অতএব, আপনি আপনার এলাকার একজন স্বনামধন্য দেওবন্দী আলেমের সাথে যোগাযোগ করুন এবং তাঁর পরামর্শে কুরআন ও হাদিসের নিয়ম মেনে চলুন। তাদের নির্দেশিত ও প্রদর্শিত পদ্ধতি অনুসরণ করে যারাই দ্বিনের খেতমত করেছেন আপনিও তাদের সাথে অন্তর্ভূক্ত হয়ে নিজের এবং উম্মতে মুসলিমার ইমাম আমলের ফিকিরে আত্মনিয়োগ করুন। ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সিরাতেমুস্তাকিমের ওপর অটল অবিচল থাকার তাওফিক দান করুন। আমিন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১৪৩০৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আসসালামু ওয়ালাইকুম।
আমি মোঃ হাবিবুর রহমান। আমার বয়স ২৬ বছর৷ আমি দেড় বছর পুর্বে পরিবারের অমতে বিয়ে করেছি। বিয়ের সময় আমার আয় মাসিক ১২ হাজার ছিলো। এজন্য আমার পরিবার বিয়েতে রাজি ছিলেন না।
পরবর্তিতে মেনে নিলেও তারা আমাকে সন্তান নিতে নিষেধ করেন। তবে আমি আল্লাহর প্রতি ভরসা রেখে সন্তান নেয়ার চেষ্টা করি। আল্লাহর রহমতে গত ১৫ ফেব্রুয়ারিতে ছেলে সন্তান ভুমিষ্ঠ হয়।
সন্তান যখন গর্ভে আসে তখন সবাই আমাকে বলেছিলো খাওয়াবি কি।

আমি যতটুকু জানি রিযিকের মালিক আল্লাহ।আমার সন্তানের রিযিক আল্লাহই দিবেন আশা করেছিলাম। আমার সন্তান গর্ভে আসার পর আমার দক্ষিন কোরিয়াতে চাকুরির ব্যাবস্থা হয়।
এখন আমার পরিবারের সবাই খুশি। আমার খুব জানতে ইচ্ছে করে, আমার স্বপ পুরনের অন্তরায় কি আমার সন্তানের রিযিকের কোন ভুমিকা রয়েছে?
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
৭ মার্চ, ২০২২
ঢাকা