প্রশ্নঃ ১৪৩০৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু ওয়ালাইকুম।আমি মোঃ হাবিবুর রহমান। আমার বয়স ২৬ বছর৷ আমি দেড় বছর পুর্বে পরিবারের অমতে বিয়ে করেছি। বিয়ের সময় আমার আয় মাসিক ১২ হাজার ছিলো। এজন্য আমার পরিবার বিয়েতে রাজি ছিলেন না।পরবর্তিতে মেনে নিলেও তারা আমাকে সন্তান নিতে নিষেধ করেন। তবে আমি আল্লাহর প্রতি ভরসা রেখে সন্তান নেয়ার চেষ্টা করি। আল্লাহর রহমতে গত ১৫ ফেব্রুয়ারিতে ছেলে সন্তান ভুমিষ্ঠ হয়।সন্তান যখন গর্ভে আসে তখন সবাই আমাকে বলেছিলো খাওয়াবি কি।আমি যতটুকু জানি রিযিকের মালিক আল্লাহ।আমার সন্তানের রিযিক আল্লাহই দিবেন আশা করেছিলাম। আমার সন্তান গর্ভে আসার পর আমার দক্ষিন কোরিয়াতে চাকুরির ব্যাবস্থা হয়।এখন আমার পরিবারের সবাই খুশি। আমার খুব জানতে ইচ্ছে করে, আমার স্বপ পুরনের অন্তরায় কি আমার সন্তানের রিযিকের কোন ভুমিকা রয়েছে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তাআলা সকলের রিজিকের মালিক। পরিবারের যেসব সদস্য কামাই রোজগার করতে সক্ষম নয়, আল্লাহ তায়ালা উপার্জনকারী দের মাধ্যমে তাদের রিযিক পৌছে দিয়ে থাকেন। আপনার স্ত্রী ও সন্তানের রিজিক আল্লাহ তাআলা আপনার কামাই মাধ্যমের দিবেন। এজন্যই হয়তো আল্লাহ তাআলা আপনাকে স্বপ্ন পূরণের পথে এগিয়ে দিয়েছেন।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ أَرْطَاةَ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " ابْغُونِي ضُعَفَاءَكُمْ فَإِنَّمَا تُرْزَقُونَ وَتُنْصَرُونَ بِضُعَفَائِكُمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
১৭০৮। আহমাদ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ... আবুদ দারদা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তোমরা আমাকে তোমাদের দুর্বলদের মাঝে অন্বেষণ করবে। কেননা, তোমরা তো এই দুর্বলদের বরকতেই রিযক এবং আল্লাহর সাহায্য পেয়ে থাকে।
—আবু দাউদ ২৩৩৫
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
—জামে' তিরমিযী, ইফা নং ১৭০৮
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন