আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১০৮৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাইক এক্সিডেন্ট কেনো হয় এটা কি ভাগ্য না কি কপালে ছিল তাই

২ ডিসেম্বর, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





আল্লাহ তায়ালা সবকিছুই পূর্বে নির্ধারন করে রেখেছেন। এই নির্ধারণকে শরীয়তের পরিভাষায় "তাকদীর" বলে। তাকদীরের উপর বিশ্বাস রাখা আমাদের ঈমানের একটি অংশ।

তকদির বা ভাগ্যকে মুসলিম দার্শনিকেরা দুভাবে ব্যাখ্যা করেছেন: মুবরাম ও মুআল্লাক। মুবরাম অর্থ স্থিরকৃত, মুআল্লাক অর্থ পরিবর্তনীয়। আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করেছেন, তিনি পরিবর্তন করারও ক্ষমতা রাখেন। তকদির বা ভাগ্য নেক আমল দ্বারা, পিতা-মাতার দোয়ায় ও সদকা ইত্যাদির মাধ্যমে পরিবর্তন হয়। তকদির বা ভাগ্য মানুষের অজানা অজ্ঞেয় ও অজেয়; আমরা জানি না তা স্থির নাকি পরিবর্তনীয়। সুতরাং আমাদের উচিত হলো আল্লাহর ওপর ভরসা রাখা, আল্লাহর রহমত চাওয়া ও এমন নেক আমল করা, যার মাধ্যমে আল্লাহ তুষ্ট হয়ে আমাদের তকদিরকে সৌভাগ্যে পরিণত করবেন। কর্মই ভাগ্য পরিবর্তনে সহায়ক, তাই সৎকর্ম বা নেক আমলের প্রতি মনোযোগী হওয়া বাঞ্ছনীয়।

যেহেতু কিছু কিছু কর্মের কারণে ভাগ্যের পরিবর্তন হয়, তাই বাইক চালানোর সময় সাধ্য অনুসারে সর্তকতা অবলম্বন করা চাই। এরপরেও যদি (আল্লাহ মাফ করুক) দুর্ঘটনার শিকার হয়ে যায়, ধরে নিতে হবে সেটি ভাগ্যে লেখা (তাকদীরে) ছিলো।

উল্লেখ্য, আপনার প্রশ্নে উল্লেখিত দুটি শব্দ "ভাগ্য নাকি কপালে ছিল"। উভয় টার মর্ম একই।

## ভাগ্য সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তায়ালার বর্ণনা কতইনা স্পষ্ট ও সুন্দর।

مَاۤ اَصَابَ مِنۡ مُّصِیۡبَۃٍ فِی الۡاَرۡضِ وَلَا فِیۡۤ اَنۡفُسِکُمۡ اِلَّا فِیۡ کِتٰبٍ مِّنۡ قَبۡلِ اَنۡ نَّبۡرَاَہَا ؕ  اِنَّ ذٰلِکَ عَلَی اللّٰہِ یَسِیۡرٌ ۚۖ

পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোন বিপদ আসে না; কিন্তু তা জগত সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে সহজ।
—আল হাদীদ - ২২

لِّکَیۡلَا تَاۡسَوۡا عَلٰی مَا فَاتَکُمۡ وَلَا تَفۡرَحُوۡا بِمَاۤ اٰتٰىکُمۡ ؕ  وَاللّٰہُ لَا یُحِبُّ کُلَّ مُخۡتَالٍ فَخُوۡرِۣ ۙ

এটা এজন্যে বলা হয়, যাতে তোমরা যা হারাও তজ্জন্যে দুঃখিত না হও এবং তিনি তোমাদেরকে যা দিয়েছেন, তজ্জন্যে উল্লসিত না হও। আল্লাহ কোন উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না,
—আল হাদীদ - ২৩

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১৪৩০৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আসসালামু ওয়ালাইকুম।
আমি মোঃ হাবিবুর রহমান। আমার বয়স ২৬ বছর৷ আমি দেড় বছর পুর্বে পরিবারের অমতে বিয়ে করেছি। বিয়ের সময় আমার আয় মাসিক ১২ হাজার ছিলো। এজন্য আমার পরিবার বিয়েতে রাজি ছিলেন না।
পরবর্তিতে মেনে নিলেও তারা আমাকে সন্তান নিতে নিষেধ করেন। তবে আমি আল্লাহর প্রতি ভরসা রেখে সন্তান নেয়ার চেষ্টা করি। আল্লাহর রহমতে গত ১৫ ফেব্রুয়ারিতে ছেলে সন্তান ভুমিষ্ঠ হয়।
সন্তান যখন গর্ভে আসে তখন সবাই আমাকে বলেছিলো খাওয়াবি কি।

আমি যতটুকু জানি রিযিকের মালিক আল্লাহ।আমার সন্তানের রিযিক আল্লাহই দিবেন আশা করেছিলাম। আমার সন্তান গর্ভে আসার পর আমার দক্ষিন কোরিয়াতে চাকুরির ব্যাবস্থা হয়।
এখন আমার পরিবারের সবাই খুশি। আমার খুব জানতে ইচ্ছে করে, আমার স্বপ পুরনের অন্তরায় কি আমার সন্তানের রিযিকের কোন ভুমিকা রয়েছে?
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
৭ মার্চ, ২০২২
ঢাকা