আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১১৫২৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হজুর আমি সিলেট থেকে বলছি
১,আমাদের দেশে মেয়েদের নামাজের রুকু ও সেজদাহ ছেলেদের থেকে ভিন্ন অথচ রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যেরূপ সালাত আদায় করেছি তোমরা ও সেরুপ আদায় করো কিন্তু এখানে মেয়েদের বলা হয় হাত মাটিতে লাগিয়ে সেজদাহ ও রুকু একটু পিটটা ইশারা উচু করে পড়া হয়,অতচ রুকুটা পিট সোজা করে পড়বে এমন ভাবে যাতে একটা পানির গ্লাস রাখলে সেটা পড়ে না যায়
২দোয়ার সময় বলা হয় আল্লাহ ৩৬০আউলিয়া ও তোমার মায়ার বান্দা দের উছিয়ালায় আমাদের দোয়া কবুল করো
৩এখানে ছেলেদের মুরগীর কলিজা, পা,এগুলো খাওয়া নিষেদ
শায়খ যদি আমার এই প্রশ্ন গুলোর উত্তর দেন তাহলে অনেক উপকৃত হবো.আল্লাহ আপনাদের নেক হায়াত দিক সুম্মা আমিন🤲
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
১৪ ডিসেম্বর, ২০২১
WW৩৯+MJW
#১০৬৯৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি শুনেছি আযান এর সময় আসমান এর দরজা খুলে দেন আল্লাহ। তখন দুয়া করলে দুয়া কবুল করেন আল্লাহ। আমি আযান এর সময় সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেস দুই আয়াত পরে দুয়া করি আমার মনের আশা পুরন হউয়ার জন্য।এই আমল এর কথা আমি একটা জায়গায় শুনেছিলাম। এখন আমার পরিচিত একজন কে আমি এই আমল এর কথা বলায় তিনি বললেন আযান এর সময় নাকি শুধু আযান এর উত্তর দেয়া ছাড়া আর কিছু বলা যায় না। কিন্তু আমার আযান এর পুরো উত্তর দেয়া হয়না শুধু সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। এখন আমার এই আমল টা কতটুকু সঠিক? আমি কি আযান এর সময় দুয়া করতে পারবো?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৮ নভেম্বর, ২০২১
Dhaka
#৮৬০৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
আমাদের অনেক ভাই নিম্নোক্ত হাদীসের অংশ বিশেষ উল্লেখ করে বলেন যে আগে ইমান শিখতে হবে তারপর কুরআন শিখতে হবে। ইহাই নাকি সাহাবিদের তরতিব। এই কথা কি সঠিক? দয়া করে হাদীসের সঠিক ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।

হাদীস-
জুনদুব ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। আমরা ছিলাম শক্তিশালী এবং সক্ষম যুবক। আমরা কুরআন শেখার পূর্বে ঈমান শিখেছি, অতঃপর কুরআন শিখেছি এবং তার দ্বারা আমাদের ঈমান বেড়ে যায়। (ইবনে মাজাহ-৬১)
question and answer iconউত্তর দিয়েছেন: মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার,মোহাম্মাদপুর!
৭ সেপ্টেম্বর, ২০২১
ঢাকা