আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৮৩৫৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আমাকে আমার বিয়ের দেনমহোর হিসেবে সাড়ে সাত তোলা সোনার বেশি সোনা দেয়া হয়েছে কিন্তু সেই সোনার পুরোটাই আমার শশুড় এর অর্থায়নে দেয়া ,আমার স্বামীর যদিও এখন একটি চাকুরি আছে কিন্তু তাতে করে আমাদের চলাটা খুবই কস্ট সাধ্য তাই এখনো আমার শশুড় এর থেকে কিছুটা আরথিক সাহায্য নিয়েই আমাদের সংসার চলছে ,যদিও আমারা যৌথ পরিবারএই আছি কিন্তু আমার স্বামীর চাকুরির সুবাদে এখন বাসা নিয়ে শহরে আছি , সেক্ষেএ আমার স্বামীর বা আমার এখন গহনা গুলোর যাকাত আদায় করা ইচ্ছা থাকলেও খুবই কস্ট সাধ্য ,এখন বিয়ের দেনমোহর হিসেবে পাওয়া গহনার যাকাত আমার শশুড় আদায় করতেও অনিচ্ছুক এখন আমার করনীয় কী হুজুর ।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১২ মে, ২০২২
Mymensingh, Bangladesh