আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৭৯৩২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,আমি সিংগাপুর থাকি আমার জাইগা জমি নেই শশুর জাইগা দিছে ঐ জাইগাই বাসা করে বাড়া দিছি মাসে ৩০ হাজার টাকা বাড়ার আসে তো এখন কি আমার জাকাত দিতে হবে নাকি আর জাকাত দিলেও কতো টাকা জাকাত দিতে হবে

২ মে, ২০২২
Singapore, Singapore

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





বাসা-বাড়ীর ওপর জাকাত দিতে হয় না। তবে সেগুলো থেকে উপার্জিত অর্থ যদি নেসাব পরিমাণ হয় অথবা ওই টাকা অন্য নেসাবের সাথে যুক্ত থাকে তাহলে বছরপূর্তি হওয়ার শর্তে ২.৫% জাকাত দিতে হবে।

নেসাব সম্পর্কে বিস্তারিত জানতে নিচের রেফারেন্স উত্তরটি দেখুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন