প্রশ্নঃ ১৮৩৫৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আমাকে আমার বিয়ের দেনমহোর হিসেবে সাড়ে সাত তোলা সোনার বেশি সোনা দেয়া হয়েছে কিন্তু সেই সোনার পুরোটাই আমার শশুড় এর অর্থায়নে দেয়া ,আমার স্বামীর যদিও এখন একটি চাকুরি আছে কিন্তু তাতে করে আমাদের চলাটা খুবই কস্ট সাধ্য তাই এখনো আমার শশুড় এর থেকে কিছুটা আরথিক সাহায্য নিয়েই আমাদের সংসার চলছে ,যদিও আমারা যৌথ পরিবারএই আছি কিন্তু আমার স্বামীর চাকুরির সুবাদে এখন বাসা নিয়ে শহরে আছি , সেক্ষেএ আমার স্বামীর বা আমার এখন গহনা গুলোর যাকাত আদায় করা ইচ্ছা থাকলেও খুবই কস্ট সাধ্য ,এখন বিয়ের দেনমোহর হিসেবে পাওয়া গহনার যাকাত আমার শশুড় আদায় করতেও অনিচ্ছুক এখন আমার করনীয় কী হুজুর ।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু ওই গহনাগুলোর মালিক আপনিই। তাই এর জাকাত আপনাকেই আদায় করতে হবে। জাকাত আদায় না করলে হাশরের ময়দানে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। জাকাত ফরজ হওয়ার পরও যদি কেউ আদায় না করে তাহলে তার ওই সম্পদকে সাপের অকৃতি দিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সাপ তাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আমিই তোমার সেই সম্পদ যা তুমি পুঞ্জীভূত করে রেখেছিলে।
তাই ধার-কর্য করে হলেও আপনাকে জাকাত আদায় করতে হবে । যদি একান্ত কোনো উপায় না থাকে তাহলে প্রয়োজনে কিছু সোনা বিক্রি করে সেই টাকা দিয়ে জাকাত আদায় করুন। এর ফলে বাহ্যিকভাবে যদিও দেখা যাবে যে আপনার সম্পদ কমে যাবে কিন্তু প্রকৃত পক্ষে এটাই আপনার আসল সঞ্চয়।
আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
مَا عِندَكُمْ يَنفَدُ ۖ وَمَا عِندَ اللَّهِ بَاقٍ ۗ وَلَنَجْزِيَنَّ الَّذِينَ صَبَرُوا أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ
অর্থ, “তােমাদের কাছে যা - কিছু আছে তা নিঃশেষ হয়ে যাবে আর আল্লাহর কাছে যা আছে তা স্থায়ী। যারা সবর ৫৩ করে, আমি তাদের উৎকৃষ্ট কাজ অনুযায়ী অবশ্যই তাদের প্রতিদান দেব। (সুরা আন নাহল: ৯৬)
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন