মুসলিম বিবাহ

আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

রূহ কি?

প্রশ্নঃ ২৫৭১১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রূহ কি,

৩ ডিসেম্বর, ২০২২

কেরানীগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


রূহ সম্পর্কে কুরআনুল কারিমের সুরা বানি ইসরাইলের 85 নং আয়াতে যতটুকু বলা হয়েছে একজন সাধারণ মুমিনের জন্য এতটুকু জানাই যথেষ্ঠ। উক্ত আয়াতে আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
وَیَسۡـَٔلُوۡنَکَ عَنِ الرُّوۡحِ ؕ قُلِ الرُّوۡحُ مِنۡ اَمۡرِ رَبِّیۡ وَمَاۤ اُوۡتِیۡتُمۡ مِّنَ الۡعِلۡمِ اِلَّا قَلِیۡلًا

(হে নবী!) তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দাও, রূহ আমার প্রতিপালকের হুকুমঘটিত। তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে সামান্যমাত্র।

তাফসীরঃ
সহীহ বুখারী ও সহীহ মুসলিম শরীফে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাযি.) থেকে বর্ণিত আছে, কতিপয় ইয়াহুদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার অভিপ্রায়ে প্রশ্নে করেছিল, রূহ কি জিনিস? তারই উত্তরে এ আয়াত নাযিল হয়েছে। উত্তরে কেবল ততটুকু কথাই বলা হয়েছে, যতটুকু মানুষের পক্ষে বোঝা সম্ভব। অর্থাৎ, কেবল এতটুকু কথা যে, ‘রূহ সরাসরি আল্লাহ তাআলার আদেশ দ্বারা সৃষ্ট। মানুষের দেহ ও অন্যান্য মাখলুকের ক্ষেত্রে তো লক্ষ্য করা যায়, তাদের সৃষ্টিতে বাহ্যিক আসবাব-উপকরণের কিছু ভূমিকা আছে। যেমন নর-নারীর মিলনে বাচ্চা জন্ম নেয়। কিন্তু রূহের বিষয়টা এ রকম নয়। তার সৃষ্টিতে এ রকম কোন কিছুর ভূমিকা মানুষের দৃষ্টিগোচর হয় না। এটা সরাসরি আল্লাহ তাআলার হুকুমে অস্তিত্ব লাভ করে। রূহ সম্পর্কে এর বেশি বোঝা মানব বুদ্ধির পক্ষে সম্ভব নয়। তাই বলা হয়েছে, তোমাদেরকে অতি সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। ফলে অনেক কিছুই তোমাদের পক্ষে বুঝে ওঠা সম্ভব নয়। অনেক জিনিসই তোমাদের জ্ঞান-বুদ্ধির অতীত।
রূহ সম্পর্কে আরো জানতে নিচের বই দুটি সংগ্রহ করে অধ্যয়ন করুন।

https://www.rokomari.com/book/40094/ruh-ki-ebong-kemon
https://www.rokomari.com/book/42318/ruh

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

১০২৯৩০

জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কীভাবে নেওয়া উচিত?


১৩ মে, ২০২৫

ঢাকা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাহাদাত হুসাইন ফরায়েজী

১০৩৬০৭

এক বছর কুরবানী না করলে তিন বছর কুরবানী করা যাবে না?


১৭ মে, ২০২৫

Kayempur - Dohosoho School Rd

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাহাদাত হুসাইন ফরায়েজী

১০১৮৬৫

হারাম মালের ওয়ারিস হলে করণীয়


১৪ মে, ২০২৫

West Bengal ৭১২২২২

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি

১০২৫৫৫

অজু-তায়াম্মুমে সক্ষম না হলে নামাজ আদায়ের পদ্ধতি


৯ মে, ২০২৫

বরিশাল

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি