মুসলিম বিবাহ

আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ইমুজি ব্যবহার করার বিধান কি? জানতে চাই

প্রশ্নঃ ২০৯২০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফেসবুকে ( ❤️) লাভ ইমোজি/রিয়েক্ট দেয়া কি জায়েজ? শায়খ আব্দুল আজিজ বিন বায রহঃ, শায়খ সালেহ উসাইমিন রহঃ সহ সৌদিয়ার সর্বোচ্চ ফতওয়া বোর্ড লাভ (❤️) চিহ্নটি ব্যবহার করাকে “জায়েজ নয়" বলে ফতওয়া দিয়েছেন । তারা বলেছেন “এই চিহ্নটি বিজাতীয় সংস্কৃতির অংশবিশেষ এবং তাঁদের বানানো । ইসলামী শরিয়তে মহব্বত প্রকাশ করার আলামত এটা নয় । সুতরাং এই চিহ্ন ব্যবহার করা মোটেই জায়েজ নয় । এই বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছি।,

৩ জানুয়ারী, ২০২৪

ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসএ্যাপ ইত্যাদিতে চ্যাটিং-এর সময় বিভিন্ন ধরণের emoji ব্যবহারের বিধান:

যদি emoji এর পূর্ণ অবয়ব তথা emoji তে ব্যবহৃত প্রাণীর মাথা,মুখ,চোখ,নাক,কান ইত্যাদি স্পষ্টভাবে বুঝা যায়,তাহলে সেগুলোকে ব্যবহার করা যাবে না।কেননা এগুলো হাদীসে বর্ণিত নিষিদ্ধ ছবির অন্তর্ভুক্ত।

হাদীস শরীফে এসেছে,
আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
كُلُّ مُصَوِّرٍ فِي النَّارِ يُجْعَلُ لَهُ بِكُلِّ صُورَةٍ صَوَّرَهَا نَفْسٌ فَيُعَذِِّبُهُ فِي جَهَنَّمَ
প্রত্যেক ছবিনির্মাতা জাহান্নামে যাবে, তার নির্মিত প্রতিটি ছবি পরিবর্তে একটি করে প্রাণ সৃষ্টি করা হবে, যা তাকে জাহান্নামে শাস্তি দিতে থাকবে। (বুখারী ২২২৫, ৫৯৬৩, মুসলিম ৫৬৬২)

হাদিস শরীফে এসেছে,
قال حدثنا الاعمش عن مسلم قال كنا مع مسروق فى دار يسار بن نمير فراى فى صفته تماثيل فقال سمعت عبد الله قال سمعت النبى ﷺ يقول ان اشد الناس عذابا عند الله المصورون
আ’মাশ তিনি মুসলিম হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি মাসরুকের সঙ্গে ইয়াসার ইবনে নুমাইরের ঘরে ছিলাম, তিন ঘরের মধ্যে প্রাণীর ছবি দেখতে পেলেন, অতঃপর বললেন, আমি হযরত আব্দুল্লাহ্ রাযি.-এর নিকট শুনেছি, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ‘নিশ্চয় মানুষের মধ্যে ঐ ব্যক্তিকে আল্লাহ্ তাআলা কঠিন শাস্তি দেবেন, যে ব্যক্তি প্রাণীর ছবি তোলে বা আঁকে।’ (বুখারী ২/৮৮০)

কিন্তু যদি এমন ইমোজিতে চোখ, মুখ ইত্যাদি অঙ্গগুলো স্পষ্টত বুঝা না যায়, তাহলে সেগুলোকে ব্যবহার করা যাবে। কেননা, এগুলোকে ‘প্রাণীর ছবি’ বলা যাবে না বরং খুব বেশী এগুলোকে আঁকিবুকি, চিহ্ন বা কিছু রেখা ইত্যাদি ভাবা হবে। তবে যথাসম্ভব এ সব ব্যবহার না করাই শ্রেয়।
,
যদি চোখ-মুখ বা শারীরিক অবয়ব স্পষ্ট বুঝা না যায়, তবে এমন ইমোজি ব্যবহারে দোষ নেই। কেননা তা প্রাণীর হুকুমের অন্তর্ভুক্ত নয় (আল-মুগনী ৭/২৮২; উছায়মীন, মাজমূ ফাতাওয়া ২/২৭৯)।

লাভ ইমুজিতে কোনো প্রাণীর অবয়ব নাই তাই সেটা ব্যাবহার করা সরাসরি নাজায়েজ বলা মুশকিল। তবে বিজ্ঞ কোনো আলিম যদি সেগুলো নিষিদ্ধতার বিষয়ে মতামত দিয়ে থাকেন তাহলে সেই মত গ্রহণ করা এবং এগুলোর ব্যবহার পরিহার করাই তাক্বওয়ার পরিচয়।
—সংগৃহীত

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

প্রসঙ্গসমূহ:

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

১০৭৯১২

কোনো পরিস্থিতিতে কি আত্মহত্যা জায়েয হয়?


২২ জুন, ২০২৫

Rajshahi

question and answer icon

উত্তর দিয়েছেনঃ আরিফুর রহমান

১০৭৯২০

কুড়িয়ে পাওয়া স্বর্ণ বা চোরাইকৃত টাকায় মহর আদায় করলে বিবাহ সহীহ হবে কি না?


২৩ জুন, ২০২৫

রংপুর

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাহাদাত হুসাইন ফরায়েজী

১০৪১৯৪

হালখাতা করা কি বৈধ? এ ব্যাপারে ইসলাম কি বলে


২২ মে, ২০২৫

উত্তরগাঁও - পানিয়া সড়ক

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী শাহাদাত হুসাইন ফরায়েজী

১০৩২৪১

চুন খাওয়ার বিধান কি?


১৪ মে, ২০২৫

গফরগাঁও

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাহাদাত হুসাইন ফরায়েজী