মুসলিম বিবাহ

আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

করোনা আক্রান্ত ব্যক্তির রোজা

প্রশ্নঃ ১৭৬৪০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার স্বামী করনা আক্রান্ত, তিনি রোযা রেখেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু করোনার প্রভাব বাড়তেই আজকে রোযা রাখতে কষ্ট হয়েছে, গলা অনেক শুকিয়ে আসতিছিলো, শরীর ব্যথা এবং না খাওয়া অবস্থায় আরো দুর্বল হয়ে পড়েছিলো। দুপুরের ঔষধ সেবন সম্ভব হয় না। এমতাবস্থায় তার কি রোযা ভেঙ্গে পড়ে কাজা করা জায়েয হবে? উল্লেখ্য, সিম্পটমে রয়েছে গলা ব্যথা, শরীর ব্যাথা, দুর্বলতা, জ্বর। গত দুইদিন থেকে লক্ষন শুরু আজ ধরা পড়েছে।,

২২ জুলাই, ২০২৫

Incheon

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আল্লাহ তা‘আলা বলেছেন,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ * أَيَّاماً مَعْدُودَاتٍ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضاً أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَنْ تَطَوَّعَ خَيْراً فَهُوَ خَيْرٌ لَهُ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ

হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, যেভাবে ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর। নির্দিষ্ট কয়েক দিন। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে, কিংবা সফরে থাকবে, তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে। আর যাদের জন্য তা কষ্টকর হবে, তাদের কর্তব্য ফিদিয়া তথা একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে ব্যক্তি স্বেচ্ছায় অতিরিক্ত সৎকাজ করবে, তা তার জন্য কল্যাণকর হবে। আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে। (সূরা বাক্বারাহ ১৮৩-১৮৪)

উল্লেখ্য বিধান অনুযায়ী তিনি অন্যদিন এই সিয়াম পালন করবেন। তার জন্য সিয়াম ভঙ্গ করা জায়েজ। তিনি যথাসম্ভব সুস্থ হওয়ার জন্য চেষ্টা করবেন। যদি এমন হয় যে, পরবর্তী সময়ে তিনি পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন, এ ক্ষেত্রে তিনি সুস্থ হলে যে কয়টি সিয়াম ভেঙেছেন, সে কয়টি সিয়াম পালন করবেন।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ আরিফুর রহমান
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা

প্রসঙ্গসমূহ:

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৯০৫৮৩

ভিন্ন দেশ থেকে ৩০ রোযা রেখে বাংলাদেশে গেলে রোযা রাখতে হবে? রাখলে ৩১টা হয়ে যায়। করণীয় কি?


২৪ ফেব্রুয়ারী, ২০২৫

대한민국 경기도 파주시 월롱면 통일로৬২০번길 ৮৯-৫৩ (KR)

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাহাদাত হুসাইন ফরায়েজী

৫৮৮০৮

একটি ভুল মাসআলা: রোযা অবস্থায় মুখ ভরে বমি হলে কি রোযা ভেঙে যায়?


২৬ মার্চ, ২০২৪

৭G৪V+২৪W

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি

৯২৮৩৩

রোযা অবস্থায় ঢেকুরের সাথে পানি বা খাবার মুখে এসে ভিতরে চলে গেলে ?


৪ মার্চ, ২০২৫

শিবচর

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাহাদাত হুসাইন ফরায়েজী

৯০৩১১

নফল রোজার কাজা কাফফারা


১৭ মে, ২০২৫

কেরানীগঞ্জ

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি