আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৭০০৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
★আমি জেনারেল লাইন এর ছাত্র। এখন এখানে প্রতিটা পদে পদে নারী ফিতনা। স্কুল, প্রাইভেট এ গেলেই যেনো ঈমান কমায় নিয়ে বাড়ি আসি। তাই আমার ভালো লাগে না এমন পড়ালেখার জীবন। আবার বাড়ি থেকেও ঝামেলা করে। এখন ক্বওমি মাদ্রাসায় কি আমি এমনভাবে ssc দিয়ে কোথাও ভর্তি হতে পারব?আর যদি ভর্তি হবার সুযোগ থাকে তো বাবা মার আদের উপেক্ষা করে কি তা পারব?।।এইস এস সি তে আরো বড় ফিতনা ছেলে মেয়ে একই বেঞ্চে বসে...
★চার বা তিন রাকাত বিশিষ্ট নামাজে আমি ভুলে ১ম বৈঠক না করে ঊঠে গেলে, বসা উচিত না। কিন্তু কেউ যদি সাথে সাথে বসে অথবা কিছুদুর কিরাত পড়ার পর বা কিরাত না পড়ে কিছুক্ষন ভেবে তারপর বসে তাহলে কি নামাজ ফাসিব বা সাহু সেজ, দিতে হবে?[আর কিছুদুর কিরাত পাঠ ও কিছুক্ষন ভাবার ক্ষেত্রে মোট কত সময় হলে দেরি হলে?]
★দোয়া কুন্নুত,দোয়া মাসূরা ও তাশাহহুদ এ ওয়াকফ কি যেকোন স্থানে করে না মিলিয়ে পড়া যায়? [ যেমনঃ কুন্নুত এ যদি নাস্তা'ইনুক এ যদি থামি।তাহলে কি আবার মিলাতে হবে?]
★বালতির পানিতে নাপাক কাপড় ভিজালে পানি নাপাক হয়ে যায়। এখন কতটুকু নাপাকি বা কোন নাপাকি?[যেমন ধরুন মযি..বা পেসাব এর ছিটা ফোটা লাগা কাপড়,,বা পেসাব কতটুকু লাগলে? এবং মল ও মানির ক্ষেত্রে কি বিধান?]...এমনভাবে বালতির পানি নাপাক হওয়ার পর সেই পানি ফেলে দেওয়ার পর যে পানি বালতির গায়ে থাকে তা কি নাপাক? আর ঐ নাপাক পানিতে হাত চোবানোর পর হাতে যে নাপাক পানি লাগে তার ক্ষেত্রে?
★বিপদগ্রস্ত ব্যক্তি ক্ষেত্রে সাহায্যে-সামর্থ্যবান এর সাহায্য পাওয়া কি অধিকার? আর তা হোক বা না হোক বিপদগ্রস্ত ব্যক্তি যদি ঐ ব্যাক্তিকে গালি বা অনির্দিষ্ট ভাবে অভিসম্পাত করে[ যেমন, সকল সাহায্যে সামর্থ্যবান ব্যাক্তি যারা সাহায্য করে না তাদের উপর অভিসাপ -এমন],, তাহলে তা কতটুকু শরিয়ত সম্মত?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৯ এপ্রিল, ২০২২
ফুলতলা
#১৬৯৮২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,আমার প্রশ্ন হচ্ছে,১নং আমি যে মাসজিদে নামাজ পড়ি সেখানে ইমাম সাহেব বিতির নামাজ কয়েকটা নিয়মে পড়ে,তম্মদ্দ্যে।
১- কখনো এক বয়ঠকে তিন রাকাআ'ত পড়ে শেষে রাকাআ'তে উল্টা তাকবির বলে হাত তুলে দোআ'করে।
২-প্রথমে দুই রাকাআ'ত পড়ে সালাম ফিরিয়ে আবার একরাকাআ'তে উল্টা তাকবির বলে হাত তুলে দোআ'করে।
৩-দুই বয়ঠকে আমরা স্ব-চরাচর যে ভাবে পড়ি সেভাবে পড়ে শেষ রাকাআ'তে উল্টা তাকবির বলে হাত তুলে দোআ'করে।
এখন আমার প্রশ্ন হচ্ছে এ তিনটি নিয়ম কি সুন্নাহ সম্মত???দলিল সহ জানিয়ে উপকৃত করবেন আশা করি।
মআ'স্সালাম।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৮ এপ্রিল, ২০২২
চট্টগ্রাম ৪০০০
আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর | মুসলিম বাংলা