আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৬৭০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১. আমরা যারা মেয়েরা মসজিদে তারাবির সালাত আদায় করতে পারিনা এবং বড় সুরা না জানায় সালাত দীর্ঘ করতে পারিনা এবং ছোট সুরা দিয়ে সালাত আদায় করি আমাদের সালাত কি সহিহ হবে?অর্থাৎ খতমে তারাবির সালাত।২. অনেক সময় বাসার বিভিন্ন কাজ বা অন্য কোনো কাজের কারনে মাঝে মাঝে খুব ক্লান্তি চলে আসে সেক্ষেত্রে কি বসে সালাত আদায় করা যাবে? বা আদায় করলে তা গ্রহনযোগ্য হবে কি?

১২ এপ্রিল, ২০২২
গোবিন্দগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





ছোট ছোট সুরা দিয়ে তারাবিসহ যেকোনো নামাজ আদায় করলেই তা সহিহ হয়ে যাবে। এতে অযথা দ্বিধা-সংশয় করার কোনো প্রয়োজন নাই। তবে খতমে তারবি বলতে আমাদের দেশে যেটা বুঝায় সেটা হলো নামাজে পুরো কুরআন পাঠ করা। ছোট ছোট সুরা দিয়ে তারাবিহ আদায় করলে যদিও দীর্ঘ তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া যাবে না কিন্তু মৌলিকভাবে নামাজ আদায়ে কোনো সমস্যা হবে না।

২. একান্ত অনন্যোপায় অবস্থা ছাড়া ফরজ নামাজ বসে পড়া জায়েজ নাই। কেননা নামাজের আভ্যন্তরিন ফরজসমূহের মধ্যে একটি ফরজ হলো, দাঁড়িয়ে নামাজ আদায় করা। কাজেই একান্ত অক্ষম না হলে ফরজ নামাজ বসে পড়া যাবে না।এছাড়া ফরজ ও ওয়াজিব নামাজ ব্যতীত অন্যান্য নামাজ বসে পড়ার অবকাশ আছে তবে সেক্ষেত্রে বসে আদায় করলে দাঁড়িয়ে আদায়ের তুলনায় অর্ধেক সাওয়াব পাওয়া যাবে।


حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، أَنَّ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ ـ وَكَانَ رَجُلاً مَبْسُورًا ـ وَقَالَ أَبُو مَعْمَرٍ مَرَّةً عَنْ عِمْرَانَ، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ صَلاَةِ الرَّجُلِ وَهْوَ قَاعِدٌ فَقَالَ ‏ "‏ مَنْ صَلَّى قَائِمًا فَهْوَ أَفْضَلُ، وَمَنْ صَلَّى قَاعِدًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَائِمِ، وَمَنْ صَلَّى نَائِمًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَاعِدِ ‏"‏‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ نَائِمًا عِنْدِي مُضْطَجِعًا هَا هُنَا‏.‏

‘ইমরান ইব্‌নু হুসাইন রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত: তিনি অর্শ রোগী ছিলেন, তিনি বলেন, আমি আল্লাহ্‌র রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-কে বসে সালাত আদায়কারীর ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেনঃ যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করল সে উত্তম আর যে ব্যক্তি বসে সালাত আদায় করল তার জন্য দাঁড়ান ব্যক্তির অর্ধেক সওয়াব। আর যে শুয়ে আদায় করল, তার জন্যে বসে সালাত আদায়কারীর অর্ধেক সওয়াব।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন