আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৬১৭২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় শাইখ,আমি ঘুম থেকে উঠে দেখি কাপড় বিজা,কোনো খারাফ স্বপ্নও দেখি নাই,এমনকি কাপড়ে কোনো গন্ধও নাই,এই কেত্রে আমি কি কাপড় চেঞ্জ করে নামাজ পড়তে পারবো???2.আমি ফরয নামাজ একবার আদায় করে ফেলি,তকন কেও জানেনা যে আমি নামাজ পরে ফেলছি।এখন সবাই আমাকে ইমামামতি করার জন্য আবার দার করানোর জোর করতেছে,এখন আমার করণীয় কি????

৬ এপ্রিল, ২০২২
Chattogram

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





১. যদি সেটা বীর্যপাত হয় (প্রশ্নের ধরণে তাই মনে হয়) তাহলে শুধু কাপড় পরিবর্তণ করাই যথেষ্ট হবে না। বরং ফরজ গোসল করে তারপর নামাজ আদায় করতে হবে। উল্লেখ্য বীর্যপাত হওয়ার জন্য স্বপ্নে কিছু দেখা অবশ্যক নয়। কিছু না দেখলেও বীর্যপাত হতে পারে । আবার অনেক সময় মানুষ স্বপ্নে দেখে ঘুম ভাঙ্গার পর সেটা ভুলে যায়।
আর বীর্যের গন্ধ থাকা না থাকাও একটি অপেক্ষিক বিষয়।

২. এক্ষেত্রে আপনি ইমামতি করতে পারবেন না। যদি করেন তাহলে যারা আপনার পেছনে ইক্তেদা করবে তাদের নামাজ হবে না। এমন পরিস্থিতি করণীয় হলো, নিজের নামাজ আদায়ের বিষয়টি অকপটে স্বীকার করে নেওয়া। এতে লজ্জা কিংবা গুনাহের কিছু নেই।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন