আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১০০৩২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

সম্মানিত মুফতি সাহেব,

নিচের লেখা গুলো কি ঠিক আছে?? বিশেষত শেষ অনুচ্ছেদ এর কথা গুলো।

"আসরের ওয়াক্ত আরম্ভের ক্ষেত্রে ইমামে আজমের মত হল তা বস্তুর ছায়া ২ গুণ হওয়ার পর থেকে আরম্ভ হয়। হানাফী মাযহাবের প্রসিদ্ধ মত এটিই।

ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মাদ এক মিছল এর পক্ষে। আমি আজম থেকেও অনুরূপ একটি মত বর্ণিত আছে।

হানাফী মাযহাবের অনুসারী যদি এক মিছলে আসরের নামাজ পড়ে তাহলে তা হয়ে যাবে। তবে শর্ত হল তাকে স্থায়ীভাবে এই মতটি গ্রহণ করতে হবে। সব সময়ের জন্যই সে এইমতে অনুসরণ করবে। এমন করবে না যে, নিজের সুবিধামতো কখনো দুই মিছলে জোহর পড়ল, আবার কখনও এক মিছলে আসর পড়ল।"
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৭ নভেম্বর, ২০২১
ব্রাহ্মণবাড়ীয়া