আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৮৫৬৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি পূর্বে একটি প্রশ্ন করেছিলাম,উত্তরটি বুঝতে পারছিনা বিধায় আবারও প্রশ্ন করছি।
প্রশ্নটিঃ- চার রাকাত নামাজ এ প্রথম রাকাত ছুটে গেলে,কত বার আত্তাহিয়াতু পড়তে হব।

ক। যে ব্যক্তি ২য় রাকাতে শামিল হল সে কি এক রাকাত শেষে আত্তাহিয়াতু পড়বে, নাকি সে পড়বে না, আবার জামাতের চার রাকাত কিন্তু মাসবুক ব্যক্তির কিন্তু ৩ রাকাত,সে তখন কি করবে।

খ। মাসবুক ব্যক্তি কি যথারিতি জামাত শেষে এক রাকাত শেষ করে পুরো নামাজ শেষ করবে।

আমি উত্তর দাতা হুজুরের সাথে কথা বলতে চাই,নাম্বার দিলে উপকৃত হব।

আমার নাম্বার-০১৮৪২৫১৪৬৬২
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২০ মে, ২০২২
DHAKA
#১৩৭৭৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, اسلام عليكم ورحمةالله وبركته

উত্তর টা খুব Emergency

গত কয়েকমাস আগে আমাদের এলাকার মসজিদের দীর্ঘ দিনের খতিব সাহেব মাওলা আবুল বাশার সাহেব মারা যান,
উনি খুব গভীর ইলম ওয়ালা পরহেজগার আলেম ছিলেন,, ফিকহি মাস'আলা খুব ভাল বুঝতেন।
দীর্ঘ অনেক বছর দ্বীনের খেতমত করেছেন।

এখন আমার প্রশ্ন হচ্ছে

গত দুই রাতের আগের রাতে আমি স্বপ্নে দেখি
হুজুর সাদা টুপি সাদা পাঞ্জাবী পরিহিত অবস্থায় আমাদের কয়েক জনের সাথে একটা দাওয়াতে আসছেন, একদম হাসি মাখা মুখ নিয়ে এবং আমার সাথে মুসাফাহাও করেছেন।

হুজুরের সাথে মুলাকাত করতে চাইলে হুজুর কোনো একটি কারণ দেখিয়ে নিষেধ করেন।।

এখন এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে??

সম্মানিত বিজ্ঞ উলামায়ে কেরাম বা মুফতিয়ানে কেরাম কর্তৃক উত্তর আশা করছি।

جزاك الله خيرا فۍ دنياوالاخرة
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৬ ফেব্রুয়ারী, ২০২২
চকরিয়া
#১২৮২৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
১.আমার বাবা মারা গেছেন ৯/১/২২তারিখ।উনার দাফনের পরে নাকি কবরস্থানে একটা বিড়াল সারাক্ষণ বসে থাকতে দেখা যায়, ওটাকে দৌড়ালেও যায় না।
এটার কারন কি জানতে চাই?
২.আমার মা স্বপ্নে দেখলো বাবাকে বাইরে খাটের উপর শুয়ানো তখন খুব বৃষ্টি আসলো কেউ নিতে পারলো না।এর মধ্যে বৃষ্টিতে ভিজে বাবার সাদা কাপড় পরানোটা ফুলে গেছে মুখ গিট খুলে গেছে এবং বাবার মুখ নড়াচড়া করতেছে।
তারপর বাবা উঠে বসে গেছে, বাবার পিঠ টা দেখা যাচ্ছে একদম কালো কুচকুচে হয়ে গেছে তারপর খাট থেকে নেমে হাঁটা শুরু করছে।মুখে কোন কথা বলেনি। তারপর একটা লোক এসে জড়িয়ে ধরে নিয়ে এসে আবার খাটে শুয়াই দিয়েছে।
এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৭ জানুয়ারী, ২০২২
Kalidaha