আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১৯৭১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কবর জিয়ারত এর ব্যাপারে সবিস্তারে যদি বনর্না করেন, কবর জিয়ারত করার কোনো ভালো সময় আছে কি? কবর জিয়ারত করতে গিয়ে সূরা ইয়াসিন, সূরা মূলক পড়ার কোনো ফজিলত আছে কিনা আর কবর জিয়ারত করতে গেলে, সেই মৃত ব্যক্তি কি কিছু জানতে পারে??? ইত্যাদি

২৯ ডিসেম্বর, ২০২১
West Bengal ৭৩২২০৬

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





কবর যিয়ারতের নিয়ম :
কবরস্থানে গেলে প্রথমে কবর যিয়ারতের দোয়া পড়বে। এরপর কবরবাসীর ইসালে সওয়াবের নিয়তে কিছু দরুদ শরীফ, সুরা ইত্যাদি পড়ে মাইয়্যেতের মাগফিরাতের জন্য দোয়া করবে। পবিত্র হাদীসে যেমন কবর যিয়ারতের ক্ষেত্রে কিছু সুরার বিশেষ ফজিলত উল্লেখ করা হয়েছে, তেমনি দরুদ শরীফেরও ফযীলত এসেছে। তাই দরুদ শরিফ, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি, সুরা ইখলাস ও যেসব সুরা সহজ মনে হয়, সেগুলো পড়ে ইসালে সওয়াব করবে। কবরের দিকে ফিরে দুই হাত তুলে দোয়া করা ঠিক নয়। তাই কবরের দিকে পিঠ দিয়ে কিবলামুখী হয়ে দোয়া করবে।
(ফাতাওয়ায়ে আলমগিরি খণ্ড ৫, পৃষ্ঠা ৩৫০, কিতাবুল কারাহিয়্যা)
কেউ চাইলে হাত না তুলেও মনে মনে দোয়া করতে পারবে।
আর দিনের যেকোনো সময়ই কবর জিয়ারত করা যায়।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন