আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৪৫৩০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মৃত ব্যাক্তি যদি কোনো শিশু সন্তান রেখে মারা যায় তাহলে সেই শিশু সন্তানের জন্য কি মৃত ব্যাক্তি কোনো উপকৃত হবেন এবং মৃত ব্যাক্তি কি দুনিয়ার মানুষদের কে দেখে। মৃত মা বাবা কি কবরে থেকে সন্তানের জন্য দোয়া করতে পারে?

৯ মার্চ, ২০২২
মীরসরাই

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





ওই শিশু সন্তান যদি বড় হয়ে নেক আমলের মাধ্যমে পিতামাতাকে ইসালে সাওয়াব করে তাহলে কবরে থেকে পিতামাতা অবশ্যই উপকৃত হবেন।
হজরত আবু হুরায়রা রা. বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সব আমলের পথ বন্ধ হয়ে যায়। শুধু ৩টি পথ খোলা থাকে যেগুলোর মাধ্যমে মৃত ব্যক্তির আমলনামায় নেক পৌঁছে থাকে। সেগুলো হলো-
১. সাদকায়ে জারিয়া।
২. উপকারি ইলম বা জ্ঞান।
৩. নেককার সন্তান-সন্ততি; যে তার মৃত্যুর পর দোয়া করে।’ (মুসলিম)

মৃত ব্যক্তি কারো উপকার কিংবা ক্ষতি করতে পারে না। দোয়া-বদদোয়াও করতে পারে না।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন