আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৭৭০৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস সালামু ওয়ালাইকুম। আল্লাহর অশেষ রহমেত আমি নামাজের রুকু ও কওমার বেশ কয়েকটি তাসবিহ, সিজদাহ’রও বেশ কয়েকটি তাসবিহ ও দোওয়া অর্থসহ মুখস্থ করেছি।
এখন আমার প্রশ্ন হলঃ
০১। একই রুকু সিজদাহ ও কওমা’তে একাধিক তাসবিহ পড়া যাবে কিনা? নাকি শুধু একটাই পড়তে হবে। একই তাসবিহ কি একাধিক বার পড়া যাবে? পড়া গেলে কত বার পড়া যাবে?
০২। নামাজে দরুদে ও দোওয়া মাছুরা পড়ার পর কোরআন হাদিস থেকে শেখা দোওয়া গুলি পড়া যাবে কি না? পড়া গেলে কতগুলি পড়তে পারবো আর কত সময় নিয়ে পড়তে পারব?
বিশেষ করে আমি তাহাজ্জুদ, সুন্নত ও নফল নামাজগুলি যেন লম্বা ও দীর্ঘ করতে পারি সে জন্য এসব জানতে চেয়েছি।
জাযাকাল্লাহ খাইরান।
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
৩১ জুলাই, ২০২১
ঢাকা