আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১১৬৪৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
১.আমি রাতে ঘুমানোর পর ঘুমের ভিতরেই কথা বলতে থাকি, এবং তা খুব জোরে জোরে, এই ঘটনাটি টানা কয়েকমাস ( মাঝে মাঝে বিরতিও থাকে) ধরে ঘটে আসছে, আর আমি ঘুমে কি কথা বলি আমার তা বিন্দুমাত্র মনে থাকেনা, এমতাবস্থায় আমি এক প্রকার বিব্রতিকর অবস্থায় রয়েছি, এবং আমার এই কর্মকান্ডে আমার রুমমেট, বাড়ির সবাই ও খুবই ভীত হন, এই সমস্যা থেকে মুক্তির কোনো উপায় আছে? আর আমার এই সমস্যার কারনটিও আমি জানতে ইচ্ছুক।
২.সালাত আদায়ের সময় চোখ বন্ধকরে দোয়া,সুরা পাঠ করা যাবে কি? আসলে চোখ বন্ধ করলে সালাতের ভিতর ভালোভাবে মনোনিবেশ ও মনের কথা সঠিকভাবে বলতে পারি, সালাতের দোয়া মাছূরা ও দোয়া কুনুত আমি আরবী উচ্চারন মনে রাখতে পারিনা,মনে রাখতে পারলেও দোয়া পড়ার সময় আমি কিছু অনুভব করতে পারিনা এক্ষেত্রে আমি বাংলায় দোয়াটি পাঠ করতে পারি বেশ ভালোভাবে বুঝে বুঝে, আমার এভাবে নামাজে বাংলায় পড়াটা কি ঠিক হচ্ছে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৩ ডিসেম্বর, ২০২১
শেরপুর
#১১১২৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইন্ডিয়াতে গাইনি fertility ডঃ দেখাতে চাই কিন্তু সেখানে হিন্দু ডঃ এবং পুরুষ ডঃ এক সাথে রোগী দেখে।এখন পর্দা করে পুরুষ ডঃ দেখানো যাবে। হিন্দু মহিলার সাথেও কি পর্দা করতে হবে।একবার এক হিন্দু পুরুষ ডঃ আমার মাসিকের রাস্তা দিয়ে পাইপের মত যন্ত্র ঢুকিয়ে জরায়ু পরিক্ষা করিছেন কিন্তু আমার উপর বড় এক চাদর দেয়া ছিল ডঃ কিছু দেখেনি।এখন কি আমার পাপ হবে। এবং সেখানে যদি IUI বা IVF করি পর্দা সহকারে তবে কি করা যাবে। কিন্তু হিন্দু মহিলা ডাক্তারা IUI বা IVF করার সময় সব কিছু openly করে ।এখন কি পাপ হবে। তা ছাড়া বাংলাদেশ বহু ডঃ দেখাইছি কোন কাজ হয় নাই নিরুপায় হয়ে ভালো কোন ডঃ না পেয়ে সেখানে যাচ্ছি।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৫ ডিসেম্বর, ২০২১
রুপগঞ্জ