আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১০৭০৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম, ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু, আমি হাওড়া থেকে বলছি, প্রশ্ন:- আমার আব্বাজির ক্যান্সার ধরা পড়েছে খুব অল্প পরিমান তার চিকৎসার জন্য কোনো হদিস ও কোরআন এর মধ্যে এই রোগের জন্য যা আমল করলে আল্লাহ পাক তাকে সুস্থতা দান করবেন সেই আমল গুলি আমাকে একটু জানিয়ে দিন?

২৮ নভেম্বর, ২০২১
Kolkata

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





উসমান ইবনু হুনাইফ (রাযিঃ) হতে বর্ণিত আছে, এক অন্ধ ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বললেন, হে আল্লাহর নবী। আমার জন্য আল্লাহ তা'আলার নিকট দু'আ করুন, যেন আমাকে তিনি আরোগ্য দান করেন। তিনি বললেনঃ তুমি কামনা করলে আমি দুআ করব, আর তুমি চাইলে ধৈর্য ধারণ করতে পার, সেটা হবে তোমার জন্য উত্তম। সে বলল, তার নিকটে দু'আ করুন।

বর্ণনাকারী বলেন, তিনি তাকে উত্তমভাবে উযূ করার হুকুম করলেন এবং এই দুআ করতে বললেন,

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ وَأَتَوَجَّهُ إِلَيْكَ بِنَبِيِّكَ مُحَمَّدٍ نَبِيِّ الرَّحْمَةِ إِنِّي تَوَجَّهْتُ بِكَ إِلَى رَبِّي فِي حَاجَتِي هَذِهِ لِتُقْضَى لِي اللَّهُمَّ فَشَفِّعْهُ فِيَّ ‏"


“হে আল্লাহ! তোমার নিকট আমি প্রার্থনা করি এবং তোমার প্রতি মনোনিবেশ করি তোমার নবী, দয়ার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর (দু'আর) মাধ্যমে। আমি তোমার দিকে ঝুঁকে পড়লাম, আমার প্রয়োজনের জন্য আমার প্রভুর দিকে ধাবিত হলাম, যাতে আমার এ প্রয়োজন পূর্ণ করে দেয়া হয়। হে আল্লাহ! আমার প্রসঙ্গে তুমি তার সুপারিশ কবুল কর”। ইবনু মাজাহ (১৩৮৫)।

আপনার আব্বাকে এই দোয়া বেশী পরিমাণে পাঠ করতে বলুন। আপনারাও পড়ুন। নিয়মিত সালাতুল হাজত, সালাতুত তাওবাহ্, জিকির তেলাওয়াত অব্যাহত রাখুন। সকাল-সন্ধ্যা #লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ "ধ্যানমগ্ন হয়ে অন্তত ১০০ বার করে পাঠ করুন। সাধ্যমতো দান সদকা করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা আপনার বাবাকে আরোগ্য দান করবেন। আল্লাহ তায়ালা আমাদের আমলগুলো করবার তাওফিক দান করুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন