আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৫৫৩৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একদিন ঘুম উঠলাম ঘড়ির সময় দেখলাম যে,4.14মিনিট বাঝে ।আমার ধারনা ছিল সেহরির সময় শেষ হয়4.24মিনিটে।আসলে সেহরির শেষ সময় ছিল4.14মিনিটে।আমি আমার যানা সময় পর্যন্ত অপেক্ষায় ছিলাম ।যে মুয়াজ্জিন যখন বলবে যে সাহরির সময় শেষ তখন খাবার বন্ধ করে দিব ।কিন্ত হলতার উল্টাটা অর্থাৎ আযান হয়ে গেল ।তখন আর খাইনি ।যদি 4.14মিনিটে সাহরি শেষ জানতাম তবে কিছুই খেতাম না। এমতাবস্থায় কি আমার রোজা হবে।না হবে না।যদি না হয় তাহলে পরবর্তিতে কয়টি রোজা রাখতে হবে।হে এমন একটি ভুল হওয়ার কারণে আমি আল্লাহর কাছে মাফ চেয়েছি এবং অনেক অনেক লজ্জিত হয়েছি।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১৯ এপ্রিল, ২০২১
টঙ্গী