আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৫৫৩৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একদিন ঘুম উঠলাম ঘড়ির সময় দেখলাম যে,4.14মিনিট বাঝে ।আমার ধারনা ছিল সেহরির সময় শেষ হয়4.24মিনিটে।আসলে সেহরির শেষ সময় ছিল4.14মিনিটে।আমি আমার যানা সময় পর্যন্ত অপেক্ষায় ছিলাম ।যে মুয়াজ্জিন যখন বলবে যে সাহরির সময় শেষ তখন খাবার বন্ধ করে দিব ।কিন্ত হলতার উল্টাটা অর্থাৎ আযান হয়ে গেল ।তখন আর খাইনি ।যদি 4.14মিনিটে সাহরি শেষ জানতাম তবে কিছুই খেতাম না। এমতাবস্থায় কি আমার রোজা হবে।না হবে না।যদি না হয় তাহলে পরবর্তিতে কয়টি রোজা রাখতে হবে।হে এমন একটি ভুল হওয়ার কারণে আমি আল্লাহর কাছে মাফ চেয়েছি এবং অনেক অনেক লজ্জিত হয়েছি।

১৯ এপ্রিল, ২০২১
টঙ্গী

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


السلام عليكم ورحمة الله وبركاته

রমাদানের পর সময়-সুযোগমতো একটি রোযা কাযা করে নেবেন।

التَّقْصِيرُ فِي حِفْظِ الصَّوْمِ وَالْجَهْل بِهِ:
الأَْوَّل: التَّقْصِيرُ:
54 - أ - مِنْ صُوَرِ التَّقْصِيرِ مَا لَوْ تَسَحَّرَ أَوْ جَامَعَ، ظَانًّا عَدَمَ طُلُوعِ الْفَجْرِ، وَالْحَال أَنَّ الْفَجْرَ طَالِعٌ، فَإِنَّهُ يُفْطِرُ وَيَجِبُ عَلَيْهِ الْقَضَاءُ دُونَ الْكَفَّارَةِ، وَهَذَا مَذْهَبُ الْحَنَفِيَّةِ، وَمَشْهُورُ مَذْهَبِ الْمَالِكِيَّةِ، وَالصَّحِيحُ مِنْ مَذْهَبِ الشَّافِعِيَّةِ، وَهُوَ الْمَذْهَبُ عِنْدَ الْحَنَابِلَةِ
আল মওসূআ আল ফিকহিয়্যাহ

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন