আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৭৬৫৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অজু করার সময় যদি পরিচিত কোনো মানুষ তামাসার সহিত অজুর পানি অন্যর শরীরে ছিটিয়ে দেয় তাতে কি অজুর কোনো ক্ষতি হবে..?

শুনেছি অজু করার সময় নাকি কথা বলা লাগে না কারণ, অজু করার সময় আল্লাহর পক্ষ হতে চার জন ফিরিস্তার মাধ্যমে একটি রহমতের চাদর দিয়ে চারজন চার কোনে ধরে বান্দাকে রহমতের ছায়াতলে আবৃষ্ট করে রাখে যখন বান্দা একটা কথা বলে এক কোনের একজন ফিরিস্তা রহমতের চাদর ছেড়ে চলে যা এই রোকম ভাবে কথা বলতে থাকলে সকলেই চলে যায় ফলে ঐ বান্দা অজুর সময় আল্লাহর রহমত থেকে বন্ঞ্চিত হয় কথাটি কুরান হাদিসের আলোকে কতটুকু সত্যে রেফারেন্স সহ বর্ণনা করবেন...?

হঠাৎ কোনো একদিন অথবা মাঝে মাঝে সামান্য কিছু পরিমাণ পেটের ভিতরের অপদ্রব্য টক ঢেকুর উঠে গলার উপরি ভাগ পর্যন্ত চলে আসে প্রায় মুখের ভিতর আসবে এরোকম ভাব হয় কিন্তু চেপে ধরে রাখার কারনে তা পেটের ভিতর চলে যায় যদি নামাযরত অবস্থায় হয় নামায নষ্ট হবে কি আর নামায ব্যাতিত অজুরত অবস্থায় থাকলে অজু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি কুরআন হাদিসের রেফারেন্স সহ বলবেন...??
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
২৯ জুলাই, ২০২১
চৌহালি