আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১০৯১৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম হুজুর,

মাযুর সংক্রান্ত মাসআলা জানার জন্য হুজুর:

• গ্যাসের কারণে প্রত্যেক ওয়াক্তের প্রতি নামাজের (ফরয,সুন্নাহ) আগে আমাকে অজু করতে হয়, নামাজ শেষ হবার পর বা নামাজের মাঝেই অজু ভেঙে যায়, দেখা যায় এর কারণে প্রতি ওয়াক্তে আমাকে দুবার, তিনবার করে অজু করতে হয়! মাঝে মাঝে অজু করা অবস্থায় অজু ভাঙ্গে, অজু শেষ হবার পর ভাঙ্গে আবার অজু করে নামাজে দাড়াই, নামাজের মাঝেই অজু ভেঙে যায়, আবার যাই অজু করতে!

মাঝে মাঝে নামাজের শেষ রাকাতে অজু ভাঙ্গে, তখন অজু করে আবার নামাজ শুরু করি তখন আবার প্রথম রাকাতেই অজু ভাঙার উপক্রম!

এসব কারণে নামাজে খুশু খুজু ধরে রাখতে পারি না, চেষ্টা থাকে তারাতারি নামাজ শেষ করার যাতে আবার অজু না ভেঙে যায়!

এমন অবস্থা আমার সপ্তাহে প্রায় ৪,৫দিন হয়, মাঝে মাঝে পুরো সপ্তাহ!

হুজুর, আমি কি মাজুর বলে গণ্য হবো?
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
২৭ নভেম্বর, ২০২১
ঢাকা