আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৫০১০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
আমার এক আত্মীয় তার ছেলের নাম রাখছে ,
সাদ বিন হাসিব যার অর্থ হচ্ছে হাসিবের ছেলে সাদ,
কিন্তু তার বাবার নাম হচ্ছে হারুন আর রশিদ।
তারা যখন এই নামটা রাখতে ছিল তারা মনে করেছিল যে এটা একটা নাম মাত্র,
তারা এইটার অর্থ জানতো না।
এবং এই নামের উপরেই আকিকা দিয়ে ফেলছে।
আর আকিকার সময় যেই হুজুর কে নিয়ে এসে আকিকা দেওয়া হয়েছে উনিও এই ব্যাপারে কিছু বলেন নাই।
এবং ওই ছেলের বাবাও ইন্তেকাল করেছেন।
এবং ইন্তেকাল করার আগে উনি ওউইল করে গেছেন তার সম্পত্তি গুলো তার ছেলের নামে।
এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই ছেলের নাম কি পরিবর্তন করা লাগবে?
আর যদি পরিবর্তন করাই লাগে তাহলে আবার নতুন করে আকিকা দিয়ে নাম চেঞ্জ করে শুধু কাগজপত্রে সাদ বিন হাসিব রাখলেই কি হবে।?
কারণ এই নামের উপরে সম্পত্তির উইল করা ।
নাকি কাগজপত্র ও চেঞ্জ করতে হবে।???

দয়া করে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে উত্তর দিলে উপকৃত হব।
আল্লাহ আপনাদেরকে কবুল করুক দিনের জন্য।
আমিন ।।।
আমি এই প্রশ্নটা আরো একবার করছিলাম কিন্তু উত্তর পাই নাই??
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৪ মার্চ, ২০২১
Manama
#৪৩৭৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।
এক. ফরজ গোসলের সময়, মল ত্যাগ করার সময় চাপ দিলে মলদ্বারের যে অংশটুকু বাহিরে আসে অথবা স্বাভাবিক ভাবেই একটু চাপ দিলে যে অংশটুকু বের হয়ে আসে সেই অংশতেও কী পানি পৌঁছাতে হবে?
যদি পানি পৌঁছাতে হয় তাহলে ওখানে পানি না পৌঁছিয়ে অতীতে যেসব ফরজ গোসল করা হয়েছে সেগুলোর হুকুম কি?

দুই. আকীকা করা সুন্নাহ না ওয়াজিব? আমার বয়স বিশ, আমার আকীকা করা হয়নি, এক্ষেত্রে এখন করণীয় কি? নিজের আকীকা নিজে করা যায়? আকীকা করার সময় কি মাথা মুন্ডন করে চুলের ওজন পরিমাণ সোনা বা রুপা সদকা করতে হয়?
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১৮ জানুয়ারী, ২০২১
কাহালু
#২৬৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

মুহতারাম! সাধারণত আমাদের এলাকায় শবে বরাত, শবে কদর ও ঈদুল ফিতরের দিন গরু জবাই হয়ে থাকে। যারা জবাই করেন তারা পেশাদার কসাই নয়; বরং অন্যান্য পেশার হয়ে থাকেন। তারা গরু কেনার পর এলাকার লোকজন থেকে অগ্রিম টাকা নিয়ে নেয়। আবার কারো থেকে শুধু গোস্ত নেওয়ার প্রতিশ্রুতি নিয়ে নেয়। সে সময় তারা শুধু এতটুকু বলে যে, ৭০ হাজার টাকা দিয়ে গরু কিনেছি। ৮০ ভাগ করব। প্রতি ভাগ এক হাজার টাকা করে। এরপর নির্ধারিত দিনে গরু জবাই করে এবং পূর্বের ওয়াদা অনুযায়ী ভাগ করে দেয়। মুফতী সাহেবের নিকট জানতে চাচ্ছি, এভাবে অগ্রিম টাকা নিয়ে গোশত বিক্রি করা বৈধ হবে কি না?

উল্লেখ্য যে, তারা অনুমান করে একটি ধারণা দিয়ে দেয় যে, প্রতি ভাগে কতটুকু করে গোশত পাবে।

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২৮ অক্টোবর, ২০২০