প্রশ্নঃ ৫০১০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।আমার এক আত্মীয় তার ছেলের নাম রাখছে ,সাদ বিন হাসিব যার অর্থ হচ্ছে হাসিবের ছেলে সাদ,কিন্তু তার বাবার নাম হচ্ছে হারুন আর রশিদ।তারা যখন এই নামটা রাখতে ছিল তারা মনে করেছিল যে এটা একটা নাম মাত্র, তারা এইটার অর্থ জানতো না। এবং এই নামের উপরেই আকিকা দিয়ে ফেলছে।আর আকিকার সময় যেই হুজুর কে নিয়ে এসে আকিকা দেওয়া হয়েছে উনিও এই ব্যাপারে কিছু বলেন নাই।এবং ওই ছেলের বাবাও ইন্তেকাল করেছেন।এবং ইন্তেকাল করার আগে উনি ওউইল করে গেছেন তার সম্পত্তি গুলো তার ছেলের নামে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই ছেলের নাম কি পরিবর্তন করা লাগবে?আর যদি পরিবর্তন করাই লাগে তাহলে আবার নতুন করে আকিকা দিয়ে নাম চেঞ্জ করে শুধু কাগজপত্রে সাদ বিন হাসিব রাখলেই কি হবে।?কারণ এই নামের উপরে সম্পত্তির উইল করা ।নাকি কাগজপত্র ও চেঞ্জ করতে হবে।???দয়া করে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে উত্তর দিলে উপকৃত হব। আল্লাহ আপনাদেরকে কবুল করুক দিনের জন্য। আমিন ।।। আমি এই প্রশ্নটা আরো একবার করছিলাম কিন্তু উত্তর পাই নাই??
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
وعلیکم السلام ورحمة الله وبركاته
এই ধরনের নাম পরিবর্তন যোগ্য এবং নাম পরিবর্তন হওয়ার পর আকীকাহ করা মুস্তাহাব। অসঙ্গত নামগুলো রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবর্তন করেছেন। হাদীস শরীফে এ ধরনের অনেকগুলো ঘটনা এসেছে।
কাগজপত্র পরিবর্তন করা একটি অনুষাঙ্গিক বিষয়।
- وفدَ إلى النَّبيِّ - صلَّى اللهُ علَيهِ وعلَى آلِه وسلَّمَ - فسمِعَهم يسمُّونَ رجلًا عبدَ الحجَرِ فقالَ لَه ما اسمُكَ ؟ قالَ : عبدُ الحجَرِ فقالَ لَه رسولُ اللَّهِ صلَّى اللهُ علَيهِ وعلَى آلِه وسلَّمَ - : إنَّما أنتَ عبدُ اللَّهِ.
الراوي: هانئ بن يزيد بن نهيك أبو شريح | المحدث: الوادعي | المصدر: الصحيح المسند
الصفحة أو الرقم: 1196
خلاصة حكم المحدث: حسن
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন