আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

আকীকার পশু কেনার পর সন্তানের মৃত্যু হলে করণীয়!

প্রশ্নঃ ৪৫১৫৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি কোন ব্যক্তি তার নবজাতকের জন্য আকিকার পশু রাখে এরপর ঐ নবজাতক মৃত্যু বরন করে তাহলে ঐ পশুর কি হুকুম হবে ??? শরীয়াতের আলোকে জানালে উপকৃত হতাম

৭ নভেম্বর, ২০২৩
Loknathpur

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আকীকা করা মুস্তাহাব, ওয়াজিব নয়। আকীকার জন্য পশু নির্ধারণ করলেও তা নির্ধারণ হয় না।

তাই আকীকার জন্য পশু কেনার পর যদি শিশুটি মারা যায়, তবে পশু বিক্রি করে ওই টাকা নিজে ব্যবহার বা সদকা করা জায়েজ। তবে যেহেতু আকীকা করার আগে যে শিশুটি মারা গেছে, তার পক্ষ থেকে আকীকা করার সুযোগ আছে। তাই উক্ত পশুটি আকীকা জন্য জবাই করাও জায়েয।

اعلاءالسنن :

"قال:ولو مات المولود قبل السابع استحبت العقيقة عندنا. وقال الحسن البصري ومالك: لاتستحب."

(كتاب الذبائح، باب افضلية ذبح الشاة في العقيقة، ط: ادارة القرآن)

والله اعلم بالصواب

মুফতি জাওয়াদ তাহের মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর