আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৪৩৭৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।এক. ফরজ গোসলের সময়, মল ত্যাগ করার সময় চাপ দিলে মলদ্বারের যে অংশটুকু বাহিরে আসে অথবা স্বাভাবিক ভাবেই একটু চাপ দিলে যে অংশটুকু বের হয়ে আসে সেই অংশতেও কী পানি পৌঁছাতে হবে?যদি পানি পৌঁছাতে হয় তাহলে ওখানে পানি না পৌঁছিয়ে অতীতে যেসব ফরজ গোসল করা হয়েছে সেগুলোর হুকুম কি?দুই. আকীকা করা সুন্নাহ না ওয়াজিব? আমার বয়স বিশ, আমার আকীকা করা হয়নি, এক্ষেত্রে এখন করণীয় কি? নিজের আকীকা নিজে করা যায়? আকীকা করার সময় কি মাথা মুন্ডন করে চুলের ওজন পরিমাণ সোনা বা রুপা সদকা করতে হয়?

১৮ জানুয়ারী, ২০২১
কাহালু

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


وعلیکم السلام ورحمة الله وبركاته

১. না। ফরয গোসলের সময় পশ্চাৎদেশ থেকে বেরিয়ে পড়া ঐ অংশটি ধুইতে হবে না। যেহেতু এ অংশটি শরীরের ভিতরাংশ। বহিরাংশ নয়।

২. আক্বীকাহ করা সুন্নাত।
অতীতে আপনার আক্বীকাহ না হয়ে থাকলে এখন আপনি নিজেই নিজের আক্বীকাহ দিয়ে নিন।
শিশু জন্মের সপ্তম দিনে আক্বীকাহ করা মুস্তাহাব। সেদিন হাত-পায়ের নখ ও মাথার চুল কেটে পরিষ্কার করে দেওয়া এবং চুলগুলো শুকিয়ে সমপরিমাণ ওজনের রূপা আল্লাহর রাস্তায় সদকা করা মুস্তাহাব।

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ الْغُلاَمُ مُرْتَهَنٌ بِعَقِيقَتِهِ يُذْبَحُ عَنْهُ يَوْمَ السَّابِعِ وَيُسَمَّى وَيُحْلَقُ رَأْسُهُ ‏"‏ ‏.‏
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ يَسْتَحِبُّونَ أَنْ يُذْبَحَ عَنِ الْغُلاَمِ الْعَقِيقَةُ يَوْمَ السَّابِعِ فَإِنْ لَمْ يَتَهَيَّأْ يَوْمَ السَّابِعِ فَيَوْمَ الرَّابِعِ عَشَرَ فَإِنْ لَمْ يَتَهَيَّأْ عُقَّ عَنْهُ يَوْمَ حَادٍ وَعِشْرِينَ وَقَالُوا لاَ يُجْزِئُ فِي الْعَقِيقَةِ مِنَ الشَّاةِ إِلاَّ مَا يُجْزِئُ فِي الأُضْحِيَةِ ‏.‏

সামুরা রাযিয়াল্লাহু থেকে বর্ণিত :
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ সকল শিশুই তার আকীকার সাথে বন্ধক (দায়বদ্ধ) অবস্থায় থাকে। জন্মগ্রহণ করার সপ্তম দিনে তার পক্ষে যবেহ করতে হবে, তার নাম রাখতে হবে এবং তার মাথা নেড়া করতে হবে।
জামে' আত-তিরমিজি, হাদিস নং ১৫২২

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন