আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#২১৭২৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,



حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ خَمْسٌ قَدْ مَضَيْنَ الدُّخَانُ وَاللِّزَامُ وَالرُّومُ وَالْبَطْشَةُ وَالْقَمَرُ .

৬৮১১। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ... মাসরুক (রাহঃ) সূত্রে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, পাঁচটি বিষয় অতীত হয়ে গিয়েছেঃ ধোয়া, অনিবারনীয় শাস্তি, রোম (এর পরাজয়), পাকড়াও এবং চাঁদ (দ্বিখণ্ডিত হওয়ার নিদর্শন)।


—সহীহ মুসলিম, ইফা নং ৬৮১১

তাহকীক: তাহকীক নিষ্প্রয়োজন



অনেক সহিহ হাদিস থেকে এই বিষয়টা স্পষ্ট যে কিয়ামতের পুর্বে জেসব বড় নিদর্শন ঘটবে তার মধ্যে অন্যতম হল ধোয়া বা আদ দুখান

কিন্তু ( ইসলামিক ফাউন্ডেশন ) সহিহ মুসলিম এর ৬৮০৯, ৬৮১০ ও ৬৮১১ নাম্বার হাদিস এর দির্ঘ আলচনা থেকে বুঝা জায় যে এই বিষয়টি নাকি ঘটে গেছে।

৬৮১১ নাম্বার হাদিসটি সংক্ষিপ্ত তাই এখানে

দিয়েছি

কিন্তু এর পূর্ববর্তী 2 টি হাদিস অনেক দির্ঘ তাই দিতে পারি নি। আপনি একটু দেখে

নিবেন দয়া করে।

আমার প্রশ্ন টা হল যে ধোঁয়ার ব্যাপারটা কি আসলেই হয়ে গেছে নাকি সামনে হবে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
১৮ আগস্ট, ২০২২
কালীগঞ্জ