আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মাথাব্যথা থেকে মুক্তি পেতে

প্রশ্নঃ ১২৬৬০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 1.প্রশ্ন: কিছুদিন ধরে প্রচন্ড মাথা ব্যথা য় ভুগছি । পড়ালেখা ও ইবাদতে মন দিতে পারছিনা ।এ থেকে মুক্তি পাওয়ার আমল বা দোয়া আছে ?2.ইমাম মাহদির আলামত হিসেবে সৌদিতে বরফপাত হবে তেমন বর্তমান এ হচ্ছে ।এটি কি হাদিস এ আছে?

৮ জুন, ২০২৪
রংপুর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মাথাব্যথা থেকে মুক্তি পেতে এ দোয়া পড়াতে পারেন
-لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ

উচ্চারণ: লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। অর্থ: যা পান করলে তাদের শিরপীড়া হবে না এবং বিকারগ্রস্তও হবে না। (সুরা ওয়াক্বিয়া : আয়াত ১৯)


জ্বরও মাথাব্যথার মতোই আরেকটি ব্যাধি, যা বেড়ে গেলে একজন ব্যক্তির পক্ষে খুব বিপজ্জনক হতে পারে।

নিজের বা অন্য কারও জ্বর হলে এ দোয়া পড়বেন।

بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ

‘বিসমিল্লাহিল কাবির, আউজুবিল্লাহিল আজিমি মিন শাররি কুল্লি ইরকিন না’আর ওয়া মিন শাররি হাররিন নার।’

অর্থ: মহান আল্লাহর নামে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি; প্রবল প্রবাহমান রগ থেকে এবং জাহান্নামের আগুনের অনিষ্ট থেকে।’ (নাসায়ি; মকবুল দোয়া : ১৬৩)

এগুলো তাৎক্ষণিকভাবে মাথা ব্যাথা ও জ্বর নিরাময়ের জন্য উপযুক্ত দোয়া। অবশ্যই রোগ থেকে মুক্ত থাকতে যথাযথ স্বাস্থ্য সচেতনা ও চিকিৎসা গ্রহণ করা যেমন জরুরি। তেমনি কুরআন-হাদিসে তা থেকে মুক্ত হওয়ার দোয়াও রয়েছে।

২. আপতত নিজেদের আমলের উন্নতির ফিকির করি। গুনাহ বর্জন করি। যদি ইমাম মাহদি আসার অগেই আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে আমি জান্নাত পেলাম কিনা সেটাই বড় বিষয়।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর