আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৩৬২৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। (১)কাগজ দিয়ে ৩ তালাক দেওয়া হয়েছে একসাথেই। জামাই প্রথম সাইন করসে কাগজে ( জামাই তার নিজের পিতা((স্ত্রীর পিতা না)), কাজী পাশাপাশি আর কিছু মানুষের সামনে সাইন করসে প্রথম ) আর বউ ( স্ত্রী তার নিজের পিতা আর কাজী) সামনে সেই দিন সাইন করে।ইদ্দত চলতেসে ( তালাক এর ১ মাস উপর চলছে )।জামাই আর স্ত্রীর আবার পুনরায় বিয়ে করার উপায় কি? (আবার এক্ সাথে হবার মাধ্যম কি?) (২) এই অবস্থায় তাদের ৩ তালাক হয়ে গেছে ( এক্ দিনে সাইন দিয়ে) ? (৩) সংগত কারণে মহিলা নিজের বাবার বাসায় ইদ্দত পালন করতে হচ্ছে ।প্রথম দিকে ইদ্দতের গুরুত্ব খেয়াল করেনি ইচ্ছামত বাইরে চলাফেরা আর সেইসাথে সাজসজ্জা অনেক সময় করেছে । কিন্তু বাকি দিন ঠিকমত ইদ্দত পালন করতে চাচ্ছে ইসলাম মেনে ইনশাআল্লাহ। ইদ্দত পালনকাল সময় কানেদুল (আগেথেকেই সুন্দর লাগার উদ্দেশ্যে না গুসলের পানি ঠিকমত লাগার উদ্দেশ্যে কানে পড়ে দুল), যত্ন নিতে অথবা সুন্দর থাকতে চুলে তেল,মুখে ক্রিম, ভেসলিন দিতে পারবে? ( মাহরাম দের সামনে)?(৪) ইদ্দত কালে মাহরাম দের সামনে সাজতে পারবে?
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১৬ নভেম্বর, ২০২০
সিলেট