আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

নারীদের চুল কাটা এবং স্ট্রেইট করার বিধান

প্রশ্নঃ ৩৭৭৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার চুল কোমর সমান কিন্তু চুল খুবই অল্প। দিন দিন এত বেশি চুল পড়ে বলার বাইরে। আমি চুল কাটতেসি এবং স্ট্রেইট করতেসি । কারণ চুল স্ট্রেইট করলে চুল কম পড়ে। (আর আমি সবসময় পর্দা করি বাহিরে যাওয়ার সময় বোরকা নেকাব পরে চুল কালো পর্দা মাঝে তাখব) ইসলামে কি চুল স্ট্রেইট করা ও কাটা জায়েজ

২৩ জানুয়ারী, ২০২৫
সিলেট

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মহিলাদের চুলের অগ্রভাগ প্রয়োজনে কাটতে পারবে। তবে এত বেশি পরিমাণ কাটা যাবে না, যার ফলে পুরুষের বাবরি চুলের মত হয়ে যায়। তদ্রূপ বিজাতীয় নারীদের মত কোনো ফ্যাশন কাটিংও জায়েয নয়।
হাদীস শরীফে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে।

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত-

لَعَنَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ المُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ.

নারীর সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের উপর এবং পুরুষের সাদৃশ্য গ্রহণকারী নারীদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন।
সহীহ বুখারী, হাদীস ৫৮৮৫

অন্য এক হাদীসে এসেছে-
مَنْ تَشَبّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ.

যে ব্যক্তি ভিন্ন জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে।
সুনানে আবু দাউদ, হাদীস ৪০২৭

-হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ৪/২০৩;
রদ্দুল মুহতার ৬/৪০৭;
ইমদাদুল আহকাম ৪/৩৫৪

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন