আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

নবীজী কি সর্বদা কেবল জুব্বা পরিধান করেছেন ?

প্রশ্নঃ ৪০২০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেকেই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সদা সর্বদায় জুব্বা পড়ে থাকত কথাটা কতটুকু সত্য? জানিয়ে বাধিত করবেন।

২৩ সেপ্টেম্বর, ২০২৩
নোয়াখালী

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মুহতারাম, হাদীস শরীফে যেরকম নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা পরিধান করেছেন মর্মে বর্ণনা এসেছে, তদ্রূপ নবীজীর সবুজ ইয়ামানী হিবারাসহ বিভিন্ন ধরনের চাঁদর পরিধানের কথাও হাদীসে বর্ণিত হয়েছে। অতএব, নবীজী সর্বদা কেবল জুব্বা পরিধান করেছেন এরকম বলা সহীহ হবে না। যেহেতু হাদীস শরীফে জুব্বার পাশাপাশি অন্যান্য পোশাকও পরিধানের উল্লেখ এসেছে। বড়জোর তুলনামূলক বেশি পরেছেন এরূপ বলা যেতে পারে।

হাদীস শরীফে দেখুনঃ

باب صِفَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم

3551 - حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَرْبُوعًا، بَعِيدَ مَا بَيْنَ المَنْكِبَيْنِ، لَهُ شَعَرٌ يَبْلُغُ شَحْمَةَ أُذُنِهِ، رَأَيْتُهُ فِي حُلَّةٍ حَمْرَاءَ، لَمْ أَرَ شَيْئًا قَطُّ أَحْسَنَ مِنْهُ» قَالَ يُوسُفُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِيهِ: «إِلَى مَنْكِبَيْهِ»

৩২৯৯। হাফস ইবনে উমর (রাহঃ) .... বারা ইবনে আযিব (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম (ﷺ) মাঝারি গড়নের ছিলেন। তাঁর উভয় কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল। তাঁর মাথার চুল দুই কানের লতি পর্যন্ত প্রসারিত ছিল। আমি তাঁকে লাল ডোরাকাটা জোড় চাঁদর পরিহিত অবস্থায় দেখেছি। তাঁর চেয়ে অধিক সুন্দর কাউকে আমি কখনো দেখিনি। ইউসুফ ইবনে আবু ইসহাক তাঁর পিতা থেকে হাদীস বর্ণনায় বলেন, নবী কারীম (ﷺ)- এর মাথার চুল কাঁধ পর্যন্ত প্রসারিত ছিল।

আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ (সহীহ বুখারী)
হাদীস নং: ৩২৯৯ আন্তর্জাতিক নং: ৩৫৫১
তাহকীকঃ তাহকীক নিষ্প্রয়োজন
বর্ণনাকারীঃ বারা’ ইবনে আযিব (রাঃ)(মৃত্যুঃ ৭১ হিজরী)
হাদীসের লিংকঃ https://muslimbangla.com/hadith/3299

لُبْسُ الْبُرُودِ

أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى عَنْ يَحْيَى عَنْ إِسْمَعِيلَ قَالَ حَدَّثَنَا قَيْسٌ عَنْ خَبَّابِ بْنِ الْأَرَتِّ قَالَ شَكَوْنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُتَوَسِّدٌ بُرْدَةً لَهُ فِي ظِلِّ الْكَعْبَةِ فَقُلْنَا أَلَا تَسْتَنْصِرُ لَنَا أَلَا تَدْعُو اللَّهَ لَنَا

পরিচ্ছেদঃ বুরদা (ডোরাকাটা চাদর) পরিধান করা
৫৩১৯. ইয়াকূব ইবনে ইবরাহীম ও মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... খাব্বাব ইবনে আরাত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট অভিযোগ করলাম, তখন তিনি কাবা শরীফের ছায়ায় একখানা বুরদার উপর মাথা রেখে আরাম করছিলেন। আমি বললামঃ আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দুআ করবেন না?

কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ (সুনানে নাসায়ী)
হাদীস নং: ৫৩২০ আন্তর্জাতিক নং: ৫৩২০
তাহকীকঃ বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
বর্ণনাকারীঃ খাব্বাব (রাঃ)(মৃত্যুঃ ৩৭ হিজরী)
হাদীসের লিংকঃ https://muslimbangla.com/hadith/24851

باب الصَّلاَةِ فِي الْجُبَّةِ الشَّأْمِيَّةِ وَقَالَ الْحَسَنُ فِي الثِّيَابِ يَنْسُجُهَا الْمَجُوسِيُّ لَمْ يَرَ بِهَا بَأْسًا. وَقَالَ مَعْمَرٌ رَأَيْتُ الزُّهْرِيَّ يَلْبَسُ مِنْ ثِيَابِ الْيَمَنِ مَا صُبِغَ بِالْبَوْلِ. وَصَلَّى عَلِيٌّ فِي ثَوْبٍ غَيْرِ مَقْصُورٍ

363 - حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ مُغِيرَةَ بْنِ شُعْبَةَ، قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَقَالَ: «يَا مُغِيرَةُ خُذِ الإِدَاوَةَ» ، فَأَخَذْتُهَا، فَانْطَلَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تَوَارَى عَنِّي، فَقَضَى حَاجَتَهُ، وَعَلَيْهِ جُبَّةٌ شَأْمِيَّةٌ، فَذَهَبَ [ص:82] لِيُخْرِجَ يَدَهُ مِنْ كُمِّهَا فَضَاقَتْ، فَأَخْرَجَ يَدَهُ مِنْ أَسْفَلِهَا، فَصَبَبْتُ عَلَيْهِ، فَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ صَلَّى

৩৫৬। ইয়াহয়া (রাহঃ) .... মুগীরা ইবনে শু’বা থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি কোন এক সফরে নবী (ﷺ) এর সঙ্গে ছিলাম। তিনি বললেনঃ হে মুগীরা! লোটাটি লও। আমি তা নিলাম। তিনি আমার দৃষ্টির বাইরে গিয়ে প্রয়োজন সমাধা করলেন। তখন তাঁর দেহে ছিল শামী জুব্বা। তিনি জুব্বার আস্তিন থেকে হাত বের করতে চাইলেন। কিন্তু আস্তিন সংকীর্ণ হওয়ায় তিনি নীচের দিক দিয়ে হাত বের করলেন। আমি পানি ঢেলে দিলাম এবং তিনি নামাযের উযুর ন্যায় উযু করলেন। আর তাঁর উভয় মোজার উপর মাসাহ করলেন ও পরে নামায আদায় করলেন।

আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ (সহীহ বুখারী)
হাদীস নং: ৩৫৬ আন্তর্জাতিক নং: ৩৬৩
তাহকীকঃ তাহকীক নিষ্প্রয়োজন
বর্ণনাকারীঃ মুগীরা ইবনে শু’বা (রাঃ)(মৃত্যুঃ ৫০ হিজরী)
হাদীসের লিংকঃ https://muslimbangla.com/hadith/356

فِي الْخَلُوقِ لِلْمُحْرِمِ

أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ قَالَ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ سَمِعْتُ قَيْسَ بْنَ سَعْدٍ يُحَدِّثُ عَنْ عَطَاءٍ عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى عَنْ أَبِيهِ قَالَ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ وَهُوَ بِالْجِعِرَّانَةِ وَعَلَيْهِ جُبَّةٌ وَهُوَ مُصَفِّرٌ لِحْيَتَهُ وَرَأْسَهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَحْرَمْتُ بِعُمْرَةٍ وَأَنَا كَمَا تَرَى فَقَالَ انْزِعْ عَنْكَ الْجُبَّةَ وَاغْسِلْ عَنْكَ الصُّفْرَةَ وَمَا كُنْتَ صَانِعًا فِي حَجَّتِكَ فَاصْنَعْهُ فِي عُمْرَتِكَ

২৭১২. মুহাম্মাদ ইবনে ইসমাঈল (রাহঃ) ......... সাফওয়ান ইবনে ইয়া’লা (রাহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট এক ব্যক্তি আগমন করে। তিনি তখন জি‘ইররানায় ছিলেন। তাঁর গায়ে একটি জুব্বা ছিল, আর মাথা এবং দাড়িতে সুফরা সুগন্ধি লাগান ছিল। সে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি উমরার ইহরাম বেঁধেছি- আর আমার অবস্থা আপনি যেরূপ দেখছেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে বললেনঃ তুমি তোমার জুব্বা খুলে ফেল, আর তোমার শরীর হতে সুফরা সুগন্ধি ধুয়ে ফেল। আর তুমি হজে যা করতে তা-ই উমরায়ও কর।

কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ (সুনানে নাসায়ী)
হাদীস নং: ২৭১০ আন্তর্জাতিক নং: ২৭১০
তাহকীকঃ বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
বর্ণনাকারীঃ ইয়ালা ইবনে মুনয়া (রাঃ)
হাদীসের লিংকঃ https://muslimbangla.com/hadith/22241

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন