আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বাসর ঘর সাজানো কি জায়েজ?

প্রশ্নঃ ৬০৮৪৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাসর ঘরে ফুল দিয়ে তাবুর মতো করে যে সাজায় মুসলিমদের নাকি ওভাবে সাজানো উচিত না কারণ বিধর্মীদের মন্দিরের মতো দেখায়। কথাটি সঠিক কি জানাবেন প্লিজ

১৩ মে, ২০২৪
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


যদি আসলেই মন্দিরের ডিজাইন করে বাসরঘর সাজানো হয় তাহলে তা জায়েজ হবে না। তা না হলে স্বাভাবিকভাবে, অতিরিক্ত খরচ না করে নবদম্পত্যির খাতিরে কিছুটা ঘরা সাজানো না জায়েজ নয়। কেননা অপচয় করা গুনাহ।আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
اِنَّ الۡمُبَذِّرِیۡنَ کَانُوۡۤا اِخۡوَانَ الشَّیٰطِیۡنِ ؕ وَکَانَ الشَّیۡطٰنُ لِرَبِّہٖ کَفُوۡرًا

জেনে রেখ, যারা অপ্রয়োজনীয় কাজে অর্থ উড়ায়, তারা শয়তানের ভাই। আর শয়তান নিজ প্রতিপালকের ঘোর অকৃতজ্ঞ। (সুরা ইসরা:27)
شب زفاف (شادی کی پہلی رات)میں دولہا، دلہن کے کمرے کو سجانے اور خوشبو وغیرہ استعمال کرنے میں شرعاً کچھ مضائقہ نہیں؛ البتہ بیجا تکلفات اور اسراف وفضول خرچی کا ارتکاب نہ کیا جائے۔
https://darulifta-deoband.com/home/ur/Innovations--Customs/177307

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন