আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৪২২৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইসলামের দৃষ্টিতে নারীদের পোশাক কেমন হওয়া উচিত? এক প্রশ্ন উত্তর পর্বে শুনেছিলাম, মেয়েরা যে বর্তমানে ঢিলে ঢালা ফতুয়া এবং জিন্স প্যান্ট পরতে পারবে, যদি তা মেয়েদের জন্য বানানো হয়ে থাকে অর্থাৎ সমাজে যদি কোন পোশাক মেয়েদের জন্য বলে পরিচিত হয় তবে তা পড়তে পারবে যদি তা ঢিলে ঢালা হয় আর ছতর ঢাকা হয়, এই বিষয়ে জানতে চাচ্ছি বিস্তারিতভাবে।

১৭ জানুয়ারী, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


পোশাকের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে কারীমে সুনির্দিষ্ট কয়েকটি নীতিমালা দিয়ে দিয়েছেন। হাদীস শরীফে আরো বিস্তারিত এসেছে। পোশাকের ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষণীয় :
১. পোশাক এত বেশি সংকুচিত ও সংক্ষিপ্ত হতে পারবে না, যার ফলে যেসব অঙ্গ ঢাকা প্রয়োজন ছিল তা উন্মুক্ত হয়ে থাকে।
২. এত পাতলা হতে পারবে না যে, বাহির থেকে সব নজরে আসে।
৩. এত আঁটসাঁট হতে পারবে না যে, শরীরের সকল ভাঁজগুলো বাহিরে ফুটে থাকে।
৪. নারীর পোশাক পুরুষের মতো, পুরুষের পোশাক নারীর মতো হতে পারবে না।
৫. কাফির-মুশরিকদের ডিজাইন ও ফ্যাশন হতে পারবে না।

یٰبَنِیۡۤ اٰدَمَ قَدۡ اَنۡزَلۡنَا عَلَیۡکُمۡ لِبَاسًا یُّوَارِیۡ سَوۡاٰتِکُمۡ وَرِیۡشًا ؕ وَلِبَاسُ التَّقۡوٰی ۙ ذٰلِکَ خَیۡرٌ ؕ ذٰلِکَ مِنۡ اٰیٰتِ اللّٰہِ لَعَلَّہُمۡ یَذَّکَّرُوۡنَ

হে বনী-আদম আমি তোমাদের জন্যে পোশাক অবর্তীণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং অবর্তীণ করেছি সাজ সজ্জার বস্ত্র এবং পরহেযগারীর পোশাক, এটি সর্বোত্তম। এটি আল্লাহর কুদরতেরঅন্যতম নিদর্শন, যাতে তারা চিন্তা-ভাবনা করে।
—আল আরাফ - ২৬

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلاَتٌ مَائِلاَتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لاَ يَدْخُلْنَ الْجَنَّةَ وَلاَ يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا ‏"‏ ‏.‏

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ জাহান্নামবাসী দু’প্রকার মানুষ, আমি যাদের (এ পর্যন্ত) দেখিনি। একদল মানুষ, যাদের সঙ্গে গরুর লেজের মতো চাবুক থাকবে, তা দ্বারা তারা লোকজনকে মারবে এবং একদল স্ত্রী লোক, যারা কাপড় পরিহিত উলঙ্গ, যারা অন্যদের আকর্ষণকারিণী ও আকৃষ্টা, তাদের মাথার চুলের অবস্থা উটের হেলে পড়া কুঁজের মতো। ওরা জান্নাতে যেতে পারবে না, এমনকি তার সুগন্ধিও পাবেনা অথচ এত এত দূর হতে তার সুঘ্রাণ পাওয়া যায়।
সহিহ মুসলিম, হাদিস নং ৫৪৭৫

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন