আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১০৬৩০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।
আমার চাচার এক মুষ্ঠি পরিমাণ দাড়ি আছে আলহামদুলিল্লাহ। বয়সের কারণে অনেক দাড়ি পেকে গেছে। চাচি, তাই চাচার দাড়িতে একধরনের শ্যাম্পু ধরনের বস্তু লাগিয়েছেন, যা দাড়িকে কালো করবে। অনেকে চাচিকে না করে এটা লাগানোর জন্য। কিন্তু তিনি বলেন, স্বামীর সৌন্দর্যের জন্যে কিছু, যা স্ত্রীকে সন্তুষ্ট করে, তা করলে নাকি গুনাহ হয় না।

এখন প্রশ্ন -
১) চাচার দাড়ি এভাবে কালো করা উচিত হয়েছে কি?
২) দাড়ি পাকার নাকি ফজিলত আছে এটা জেনেও অনেকে এটিকে পরিবর্তন করে। এক্ষেত্রে পাকা দাড়িতে কোন কোন রং অথবা বস্তু ব্যবহার করা যায়? এবং এখানে কি কি শর্ত রয়েছে?
৩) আমাদের সমাজে এমন বলতে শোনা যায় যে, স্ত্রী অথবা স্বামীর সন্তুষ্টির লক্ষে স্ত্রী/স্বামীর সৌন্দর্য বৃদ্ধির জন্যে যা ইচ্ছে তা করা যায়। যেমন- স্ত্রীর সন্তুষ্টির জন্যে স্বামীর পাকা দাড়ি কালো করা, স্বামীর সন্তুষ্টির জন্যে স্ত্রীর ব্রু প্লাক করা ইত্যাদি ইত্যাদি। এই বিষয়ে ইসলাম প্রকৃতপক্ষে কতটুকু ছাড় দেয় অথবা দেয় কিনা?
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
২০ নভেম্বর, ২০২১
Dhaka