আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১০৯৭৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমি জানি যে লাল পোশাক পড়া পুরুষের জন‍্য হারাম। কিন্তু আজকে এক যায়গায় দেখলাম পুরুষের জন‍্য নাকি হলুদ পোশাক পড়াও হারাম। এই কথাটি কি সঠিক? কোনো পুরুষ যদি লাল বা হলুদ পরিধান করে নামাজ পড়ে তাহলে কি নামাজ হবে?

২৩ ফেব্রুয়ারী, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





হযরত আলি (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, নবি (সা.) আমাকে একজোড়া রেশমি কাপড় দিলেন। আমি তা পরিধান করলাম। এতে নবিজির মুখমণ্ডলে গোস্বার ভাব ফুটে উঠল। ফলে আমি তা মহিলাদের মাঝে ভাগ করে দিয়ে দিলাম। [সহিহ বুখারি : ২৬১৪, মুসনাদে আহমদ : ১১৭১]

হযরত আলি (রা.) বলেন, আমি রাসুলুল্লাহকে দেখেছি, তিনি ডান হাতে রেশম ধরলেন এবং বাম হাতে স্বর্ণ, এরপর বললেন, ‘আমার উম্মতের পুরুষদের জন্য এ দুটি বস্তু হারাম।’ [আবু দাউদ : ৪০৫৭, নাসায়ি : ৫১৪৪,ইবনু মাজাহ : ৩৫৯৫]

রাসুলুল্লাহ (সা.) আরও বলেন, ‘আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আসবে, যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল সাব্যস্ত করবে।’ [সহিহ বুখারি : ৫৫৯০]

পুরুষদের জন্য গাঢ় হলুদ ও লাল জামা পরার ব্যাপারেও হাদিসে নিষেধাজ্ঞা এসেছে। লাল ও হলুদ রঙের পাঞ্জাবিও এড়িয়ে চলতে হবে। রাসুলুল্লাহ (সা.) সাইয়িদুনা আলিকে দুটি হলুদ রঙের কাপড় পরা অবস্থায় দেখলেন। তিনি তখন বললেন, ‘এই রং কাফিরদের জন্য, এই রঙের কাপড় পরিধান করো না।’ [সহিহ মুসলিম : ২০৭৭]

উমার (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (রা.) আমাদের লাল রঙের পোশাক পরতে নিষেধ করেছেন।’ [ইবনু মাজাহ : ৩৫৯১]

তবে শুধু এক কালারের লাল না হয়ে যদি লালের মাঝে অন্য রঙের স্ট্রাইপ বা চেক থাকে তাহলে সেটা পরা জায়েয আছে। তারপরও তাকওয়ার খাতিরে লাল ও হলুদ রং সম্পূর্ণ এড়িয়ে চলাই উত্তম।

(পুরুষের জন্য এজাতীয় পোশাক পরে নামায পড়লে নামায হয়ে জাবে,তবে এটা মাক্রুহ হবে।)

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন