আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৯৫০৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঘরে থাকা অবস্থায় স্বামী বা নিজ মায়ের সামনে টি-শার্ট,গেন্জি, শার্ট,প্যান্ট ইত্যাদি পরলে কি গুনাহ হবে????অর্থাৎ ছেলেদের যেকোনো পোশাক উক্ত ২ব্যাক্তির সামনে পরা যাবে কি????

২১ অক্টোবর, ২০২১
৭৪৯৫+C৭P

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


السلام عليكم ورحمة الله وبركاته



পোশাক-আশাকের ক্ষেত্রে যেসব বিষয় হাদীসে নিষেধ করা হয়েছে তার মধ্যে অন্যতম দুটি বিষয় হল:

১. পুরুষের পোশাক নারীর জন্য এবং নারীর পোশাক পুরুষের জন্য হারাম।
لعن الله المتشبهين بالنساء والمتشبهات بالرجال

২. নারীদের জন্য ঐসব পোশাক নিষেধ, যা পরিধান করার পরেও তাদের লজ্জা নিবারণ হয় না, হয়তো খুব আঁটসাঁট অথবা খুবই পাতলা কিংবা খুবই সংক্ষিপ্ত পোশাক।
رُبّ كاسيات عاريات في الاخرة

দ্বিতীয় প্রকারের পোশাক একজন নারী ঘরে থাকা অবস্থায় স্বামীর সম্মুখে পরিধান করতে কোন বাধা নেই।

প্রথম প্রকারের পোশাক নারীর জন্য কখনই ব্যবহার করতে নেই। নিজের আপন জন এমনকি স্বামীর সম্মুখেও পুরুষের পোশাক পরা নারীর জন্য জায়েয নয়। অবশ্য সম্পূর্ণ সাদা গেঞ্জি (টি-শার্ট) যেগুলো নারী-পুরুষ সকলের জন্যই একই ডিজাইনের ও একই রকমের হয়ে থাকে, সেগুলো ঘরে থাকা অবস্থায় নারীরা স্বামীর সম্মুখে পরতে পারবে।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন