আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৯২১২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাথায় কালো কলব করে নামাজ পড়লে নামাজ হবে কি? দয়া করে জানাবেন।,

৫ অক্টোবর, ২০২১

West Bengal ৭২১৪০১

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






মিশমিশে কালো খিজাব ব্যবহার নাজায়েয। কালো খিজাব এর মধ্যে যেগুলো গাঢ় ও ভারী, যা ব্যবহারে চুল ও দাড়ির উপর আলাদা আবরণ পড়ে যায়, সেসব খিজাব ব্যবহার করলে পুরুষের ফরজ গোসল শুদ্ধ হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আর যদি ফরয গোসল না হয় তবে তার নামায সহীহ হবে না।

যেসব খিজাব মিশমিশে কালো নয়, কালোর কাছাকাছি, দূর থেকে দেখে কালো মনে হয়, ঐ খিজাব ব্যবহার করা জায়েয।

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ أُتِيَ بِأَبِي قُحَافَةَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ غَيِّرُوا هَذَا بِشَىْءٍ وَاجْتَنِبُوا السَّوَادَ ‏"‏ ‏.‏

জাবির ইবনু ‘আবদুল্লাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, মাক্কাহ্ বিজয়ের দিবসে আবূ কুহাফাহ্ রাযিয়াল্লাহু আনহু কে নিয়ে আসা হলো; তাঁর চুল-দাড়ি ছিল ‘সাগামা’র ন্যায় শুভ্র। সে সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন, একে একটা কিছু দিয়ে পাল্টে দাও; তবে কালো রং থেকে বিরত থাকবে।
—সহীহ মুসলিম, হাদীস নং ৫৪০২

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৩২১৬৭

মহিলারা আতর বা সুগন্ধি ব্যবহার করতে পারবে কি?


৫ এপ্রিল, ২০২৩

West Bengal ৭১৩১২৫

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

৫৬৫৩৯

দাঁতের ফাঁক বন্ধ করা যাবে কি?


৫ মে, ২০২৪

ঢাকা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

৩৪৮৩০

ভ্রু প্লাক করেছে এমন গর্ভবতী মায়ের প্রতি উপদেশ


১৪ জুন, ২০২৩

নারায়নগঞ্জ

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

২৯৪১৮

এক মুষ্ঠির কম দাড়ি রাখার বিধান কি?


১৫ ফেব্রুয়ারী, ২০২৩

নওগাঁ

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy