আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৭০৫৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম হযরত দোয়া রইল আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক আমিন। আমার প্রশ্নহলো অমুসলিম দেশে অমুসলিমদের কাছে নাকি এল্যকহল বিক্রি করা যায় একজন হুজুর বলেছিলো তাই আমরা কিছু এ্যলকহল উঠাইছিলাম? পরে আমার সন্দেহ লাগে বিষয় টা আবারো ভালো করি জানি জানলাম বিক্রি করা যাবে না। এখন আমার প্রশ্ন যে কিছু টাকার কেনা হয়েছে তাই বিক্রি করা যাবে কি-না?কারণ এখানে অনেক টাকার মদ কিনতে হয়েছে? প্রকাশ থাকে যে ব্যবসার অনেক টাকার লস ও আমরা অনেক টাকার দেনা আছি এমতাবস্থায় আমাদের জন্য কি করনীয় বিস্তারিত জানালে উপকৃত হবো আর আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রবাসে থাকি।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
৫ জুলাই, ২০২১
Benalmadena