আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৮৩৭৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম,
হুজুর, আল্লাহর রহমতে ইসলামের হুকুম মানার চেষ্টা করি,এবং ৫ ওয়াক্ত নামাজ পড়ি।
কিন্তুু বর্তমানে চারিদেকে শুধু খারাপ কাজ, কাজ।আমি এখন নবম শ্রেনীতে পড়ি।
প্রশ্নঃ আমার বাড়ির বাসে একজন মহিলা সে, আমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করি সে রাস্তায় কাপড় রোদ দেয়। সে তার গোপনীয় কাপড় রোদ দেয় যা সরাসরি দেখা যায়, এতে করে রাস্তা দিয়ে চলার সময় সেখানে নজর চরে যায় এবং খারাপ ধারনা আসে, লজ্জাস্থান '''''
এবং বাড়ির আসে পাসে মহিলারা বেপরোয়া ভাবে চলে।
আমি আমার চোখ কিভাবে যে চোখ চলে যায় তা আমি নিজেও জানিনা।হুজুর কাওকে দিয়ে যে বলবো সে রকম পরিস্থিতিতিও নাই।হুজুর এরকম থেকে বাচার কোন দোয়া আছে।।
question and answer iconউত্তর দিয়েছেন: মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
১ সেপ্টেম্বর, ২০২১
ঢাকা