আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৮৩৫০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহুআমার প্রশ্নটা হচ্ছে কোরআন শিক্ষার ক্ষেত্রে মেয়েরা কি আলেম(পুরুষ) এর কাছে শিখতে পারবে নাকি কন্ঠ শুনলে গুনাহ হবে যেমন ফেসবুকের মাধ্যমে অনেকে কোরআন শিখাচ্ছে মেয়েদের এক্ষেত্রে মেয়েদের কন্ঠের পর্দা কি জরুরি শুধু পড়ার বিষয়ে কথা বলতে???? এটা কি জায়েজ হুজুর পড়া বলে দিচ্ছেন আমরা আবার তাকে শুনাচ্ছি ঠিক ভুল ধরার জন্য এটা কি জায়েজ,,,শুধু কন্ঠ শোনানো

৩১ আগস্ট, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ,
মহিলারা মহিলাদের কাছে’ই ইলম শিক্ষা করবে, এটাই শরয়ী বিধান। তবে একান্ত কোথাও যদি মহিলা শিক্ষিকা না পাওয়া যায়, তাহলে দ্বীনি বিষয়াবলী জানার প্রয়োজন পূরণার্থে, একান্ত অপারগতা বশত পুরুষ শিক্ষকের কাছে জরুরী বিষয়াবলী নিম্নলিখিত শর্ত সাপেক্ষে শিক্ষা করতে পারবে-
১. নির্জনতা অবলম্বন করা যাবে না।
২. পূর্ণ পর্দা রক্ষা করতে হবে।
৩. মহিলাকে পর্দার অন্তরালে থাকতে হবে।
৪. প্রয়োজনাতিরিক্ত কথা বলা যাবে না।
এছাড়াও সর্বোপরি ফেতনা থেকে দূরে থাকতে হবে।
উল্লেখ্য যে, কোন মহিলা যখন পুরুষ শিক্ষকের কাছে কোরআন শিখবে তখন সর্বোচ্চ সতর্কতার সাথে তেলাওয়াত শিখবে। যাতে তেলাওয়াত এর মধ্যে সুর দিতে গিয়ে কোন ফেতনায় না পড়ে।
সূত্র
(সূরা আহযাব,আযাত-৩২, আবু দাউদ-১০১৪)

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর