আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৮৮৩৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার গ্রামের বাড়িতে নারী পুরুষ অবাধে পুকুরে গোসল করে৷ এমন কি এই পুকুরে কোন পর্দার ব্যবস্থাও নেই। পুকুরের পার দিয়ে সারাক্ষণই পুরুষের আনাগোনা থাকে। আমি কয়েকবার পুকুরে পর্দার ব্যবস্থা করার কথা বলছি৷ কিন্তু কেউ আমলেই নেয় নি। তাই আমি চাচ্ছি। ঐ পুকুরের কাছে একটা ছোট ব্যানার বা পোস্টার লাগানোর। যাতে লেখা থাকবে নারীদের বেপর্দায় গোসল করার পরিণতি ও নারী পুরুষ একসাথে গোসল করার পরিণতি। যা কোরআন ও হাদিসের আলোকে সুন্দরভাবে গুছিয়ে লেখা থাকবে। যা পুকুর গোসল করতে আসা নারী পুরুষের চোখে পড়বে এবং তারা সর্তক হবে।। এখন শাইখ আপনি যদি লিখে দেন তাহলে খুব উপকৃত হবো। আর আমি আমাদের মসজিদের খুদবার ইমাম কেউ এই বিষয় সর্তক করতে বলবো পাশাপাশি পোস্টারটি পুকুরের কাছে লাগিয়ে রাখবো যাতে তারা সর্তক হয় আর পর্দার ব্যবন্থা করে৷
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১ জুন, ২০২২
ঢাকা ১৩৬১
আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর | মুসলিম বাংলা