আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৮৮৩৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার গ্রামের বাড়িতে নারী পুরুষ অবাধে পুকুরে গোসল করে৷ এমন কি এই পুকুরে কোন পর্দার ব্যবস্থাও নেই। পুকুরের পার দিয়ে সারাক্ষণই পুরুষের আনাগোনা থাকে। আমি কয়েকবার পুকুরে পর্দার ব্যবস্থা করার কথা বলছি৷ কিন্তু কেউ আমলেই নেয় নি। তাই আমি চাচ্ছি। ঐ পুকুরের কাছে একটা ছোট ব্যানার বা পোস্টার লাগানোর। যাতে লেখা থাকবে নারীদের বেপর্দায় গোসল করার পরিণতি ও নারী পুরুষ একসাথে গোসল করার পরিণতি। যা কোরআন ও হাদিসের আলোকে সুন্দরভাবে গুছিয়ে লেখা থাকবে। যা পুকুর গোসল করতে আসা নারী পুরুষের চোখে পড়বে এবং তারা সর্তক হবে।। এখন শাইখ আপনি যদি লিখে দেন তাহলে খুব উপকৃত হবো। আর আমি আমাদের মসজিদের খুদবার ইমাম কেউ এই বিষয় সর্তক করতে বলবো পাশাপাশি পোস্টারটি পুকুরের কাছে লাগিয়ে রাখবো যাতে তারা সর্তক হয় আর পর্দার ব্যবন্থা করে৷

১ জুন, ২০২২
ঢাকা ১৩৬১

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





সম্মানিত প্রশ্নকারী!
আল্লাহ তায়ালা আপনার জজবা এবং দীনের প্রতি আগ্রহ আরো বাড়িয়ে দিন।

সম্মানিত ভাই!
আমাদের অভিজ্ঞতায় বলে এজাতীয় ক্ষেত্রে নারীপুরুষ উভয়ের মাঝে ব্যক্তিগত ও সামষ্টিকভাবে দাওয়াতের কোনো বিকল্প নাই। দাওয়াতের মাধ্যমে প্রথমে বিষয়টি তাদের বুঝান। পর্দার গুরুত্ব পরপুরুষ পরনারীর সামনে নিজের সতর উন্মুক্ত করার ভয়াবহতা ইত্যাদি বিষয়ে তাদের মাঝে ব্যাপক দাওয়াত দিন। দাওয়াতের মাধ্যমে যদি একটা উল্লেখযোগ্য শ্রেনী ওই অবস্থা থেকে সরে আসে তাহলে পরবর্তীতে যেকোনো পদক্ষেপ গ্রহন করতে পারবেন। তা না করে যদি এখনই আপনার উদ্ভাবিত পদ্ধতিতে অগ্রসর হন তাহলে হিতে বিপরীত হওয়ার ব্যাপক আশঙ্কা আছে। এতে করে যারা ওই পুকুর ব্যবহার করে তারা আপনার প্রতি তেড়ে আসবে এবং পরবর্তীতে হয়তো সংশোধনের পথটাও বন্ধ হয়ে যাতে পারে। কাজেই আপনার জন্য উচিত,

*যোগ্য দায়ী অথবা মান্যবর কোনো আলেমের মাধ্যমে তাদের তালিমের ব্যবস্থা করা।

*তালিমের মধ্যে অত্যন্ত দরদ মুহাব্বত এবং আন্তরিকতার সাথে উপরোক্ত বিষয়গুলো আলোচনা করা।

*যদি গোসলের জন্য বিকল্প কোনো পুকুর/ব্যবস্থা থাকে তাহলে সেগুলো ব্যবহারে উদ্ভুদ্ধ করা। ভিন্ন ব্যবস্থা না থাকলে ব্যবহারকারীদের সমন্বয়ে ওই পুকুরেই পর্দার ব্যবস্থা করে নারীপুরুষের গোসলের স্থান পৃথক করে দেওয়া।

*সর্বশেষ সতর্কতামূলক পর্দাহীনতার ভয়াবহতা সম্বলিত বিলবোর্ড লাগিয়ে দেওয়া।
আল্লাহ তায়ালা আমাদের তাওফিক দান করুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর