আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৫৮৮০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 1। হায়েজ সম্পর্কে বিস্তারিত জানার জন্য কোন কিতাব আছে কি? থাকলে কিতাবের নাম জানাবেন।
2। হায়েজ রং সম্পর্কে স্পষ্ট ধারণা দিবেন।
3। আমার হায়েজ চলাকালীন সময় দিনের প্রথম অংশে সামান্য রক্ত দেখা যায়, পরবর্তীতে সারাদিন ও রাতে দেখা যায় না।এখন কি আমি নিজেকে পবিত্র মনে করে নামায পড়ব নাকি পরবর্তী দিন রক্ত দেখা যায় কিনা সেটার জন্যে অপেক্ষায় থাকব?
4।3 দিন পর এরকম হলে সাদা স্রাব ও দেখা গেছে আবার জরায়ু সুষ্ক ও থাকেএখন পবিত্র মনে করে যদি নামায পড়ি বা শারীরিক সম্পর্ক করি পরে আবার রক্ত দেখা দেয় তাহলে কি গুনাহ হবে ? আর যদি অপবিত্র ধরে নামায না পড়ি পরদিন আর রক্ত দেখা যায় নি তাহলে কি গুনাহ হবে
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
৫ জুন, ২০২১
ঢাকা
#৫৬৬৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম মুহতারাম হায়েজ অবস্থায় কি কুরআন এর কোনো মুখস্থ অংশ তিলাওয়াত করা যাবে বা ফোনের মুসহাফ দেখে তিলাওয়াত করা যাবে। (সাধারণত আমি জানি অপবিত্র অবস্থায় কুরআন ধরা যায় না কিন্তু তিলাওয়াত করা যায়।আর আমি শাইখ আহমাদ মুসা জীবরিল এর ধূলিমলিন উপহার রামাদান লেকচার সিরিজের রামাদানে নারিরা এই লেকচারে শুনেছিলাম যে হায়েজ অবস্থায় নাকি কুরআন তিলাওয়াত, যিকির,দুয়া করা যায়)। আমাকে বিষয় টা একটু জআনাবেন রেফারেন্স সহ। (মুহতারাম এই প্রশ্ন আমি সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব এ করা যেত কিন্তু সেই সময় আমার নেই তাই এখানে করলাম,আর প্রশ্নের উত্তর জআনাবেন দঅয়া করে)
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
২৮ এপ্রিল, ২০২১
Barishal
#৩৯০১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামু আলাইকুম, হযরত কেমন আছেন?
১/ আমি বিয়ে করেছি ২মাস আগে, এখন কিছুটা সমস্যা থাকার কারনে অন্ততপক্ষে ২ বছরের মধ্যে আমি বাচ্চা নিতে পারবোনা, তারপর ইনশাআল্লাহ নিবো,
এমন অবস্থায় আমার স্ত্রী ঔষধ খেয়ে থাকে, এখন এটার বিষয় দয়া করে জানাবেন,
২/ পিরিয়ড অবস্থায় স্ত্রীর লজ্জাস্থান দেখা যাবে কিনা?
৩/ স্ত্রীর পিরিয়ড অবস্থায় আমার স্ত্রী অন্য কোন উপায় যদি আমার বীর্য বের দেয়, এ বিষয় জানাবেন,
৪/ আমার স্ত্রী জেনারেল শিক্ষিত, তার ক্লাসের একজন ঘনিষ্ঠ ফ্রেন্ড আছে যে হিন্দু, এখন আমার স্ত্রীর মধ্যে দ্বীনের অনেকটা বুঝ আসার কারনে আল্লাহর রহমতে আগের সব কিছু ছেড়ে আল্লাহর পথে অনেক ধাবিত হচ্ছে, কিন্তু কোন ভাবেই তার সেই হিন্দু ফ্রেন্ডকে ভুলতে পারছেনা, এখন কি করার?
যদিও আমি বলার কারনে কিছুটা পিছু হটছে কিন্তু আমি ভালো করে বুঝাতে পারছিনা,
৫/ আমরা একজন অন্যজন কে অনেক ভালোবাসি, তারপরও কম মনে হচ্ছে এটার মধ্যে আরো উন্নতি চাই এটাও জানাবেন,

অগ্রীম ধন্যবাদ 🙏
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৭ ডিসেম্বর, ২০২০
বরিশাল
#৩৫৭৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। বেয়াদবি মাফ করবেন।
আমি একটা ব্যক্তিগত সমস্যা নিয়ে জানতে চাচ্ছি।
আমি মোটামোটামুটি ইসলাম মেনে চলার চেষ্টা করি আর নিজেকে গুনাহ করা থেকে সরিয়ে রাখার চেষ্টা করি।আলহামদুলিল্লাহ।
কিন্তু যখন আমার পিরিয়ড চলে, ওই অবস্থায় নামাজ,কুরআন থেকে দূরে সরে যাই আর তখনই কি যে হয় আমার, আমি নানান রকম গুনাহে লিপ্ত হয়ে পরি। দুনিয়ামুখি হয়ে যায়। না চায়তেও পাপ করে ফেলি। তওবা করে ফিরে এসেছি যেসব পাপ হতে,নিজেকে গুটিয়ে রেখেছি অনেক দিন ধরে, এমন পাপ ও ওই সময় হয়ে যায়।
যা আমাকে পেরেশান করে দিচ্ছে।মানসিক ভাবে অশান্তিতে থাকি।
এর থেকে পরিত্রাণের কোনো উপায় আছে? এমক্ন কোনো আমল আছে যা পিরিয়ড অবস্থায় করলে আমার ঈমান ঠিক রাখতে পারব???
ভুল কিছু বলে থাকলে ক্ষমার চোখে দেখবেন।
জাজাকাল্লাহ খাইরান।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৩ জানুয়ারী, ২০২১
ঢাকা