প্রশ্নঃ ৫৮৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 1। হায়েজ সম্পর্কে বিস্তারিত জানার জন্য কোন কিতাব আছে কি? থাকলে কিতাবের নাম জানাবেন।2। হায়েজ রং সম্পর্কে স্পষ্ট ধারণা দিবেন।3। আমার হায়েজ চলাকালীন সময় দিনের প্রথম অংশে সামান্য রক্ত দেখা যায়, পরবর্তীতে সারাদিন ও রাতে দেখা যায় না।এখন কি আমি নিজেকে পবিত্র মনে করে নামায পড়ব নাকি পরবর্তী দিন রক্ত দেখা যায় কিনা সেটার জন্যে অপেক্ষায় থাকব?4।3 দিন পর এরকম হলে সাদা স্রাব ও দেখা গেছে আবার জরায়ু সুষ্ক ও থাকেএখন পবিত্র মনে করে যদি নামায পড়ি বা শারীরিক সম্পর্ক করি পরে আবার রক্ত দেখা দেয় তাহলে কি গুনাহ হবে ? আর যদি অপবিত্র ধরে নামায না পড়ি পরদিন আর রক্ত দেখা যায় নি তাহলে কি গুনাহ হবে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
১. হায়েয সম্পর্কে বিস্তারিত জানার জন্য পড়ুন :
ক. বেহেশতী জেওর
লেখক : হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ। খ. তালীমুন নিসা
লেখক : হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ। গ. আহকামুন নিসা
ঘ. ফিকহুন নিসা
লেখক : মাওলানা হেমায়েত উদ্দিন।
উল্লেখ্য, এই কিতাবগুলো আমাদের এই অ্যাপে কিতাব সেকশনে গিয়ে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
২. হায়েযের রং টকটকে লাল, খইরি, খাকি, হলদেটে, গোলাপি ইত্যাদি যেকোন কালারের হতে পারে। শুধুমাত্র স্বচ্ছ সাদা হায়েয নয়।
৩. আপনারতো পূর্ব থেকে হায়েযের একটি নির্ধারিত মেয়াদ থাকার কথা। পূর্বে যতদিন হায়েয হতো ততদিন পর্যন্ত গোটা দিন অপেক্ষা করবেন। নামায পড়বেন না। যেদিন শেষ হওয়ার কথা, সেই দিন রক্ত বন্ধ হলে গোসল করে নামায পড়বেন।
৪. হায়েয ন্যূনতম তিন দিন হয়। তিন দিনের কম নয়। সর্বোচ্চ ১০ দিন হয়।দশ দিনের বেশি নয়। এর মাঝামাঝি যেকোনো দিন শেষ হতে পারে। আপনার যদি সাত দিনের দিন পবিত্রতা হয়। তবে সেদিন গোসল করে নামায পড়তে পারবেন। স্বামীর সাথে মিলিত হতে পারবেন। এরপর যদি আবার রক্ত দেখা দেয়, এতে আপনি গুনাহগার হবেন না। যেহেতু আপনি আপনার মেয়াদ পূর্ণ করেছেন। মেয়াদ পূর্ণ করার পূর্বে নামায পড়ে ফেললেন। এরপর রক্ত দেখা গেল। তাহলে তো নিজেই নিজের ভুল টেনে আনলেন। ইচ্ছাকৃতভাবে হায়েজের মধ্যে নামায পড়ার কারণে গুনাহ হয়ে গেল।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন