আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

স্ত্রীর মাসিক অবস্থায় সহবাস করে ফেললে করণীয়

প্রশ্নঃ ৩৫১২৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আমার স্ত্রীর মাসিক সময়ের সময় তার সাথে সহবাস করেছি। আমি বুঝতে পারিনি যে আসলেই তার মাসিক শেষ হয়েছে কি না। তার মাসিক ৭ দিন যাবৎ হয় (প্রথম তিন-দিন বেশি এবং শেষ ৩-৪দিন অনেক কম)। সে আমাকে বললো যে, ৫ দিন এর অধিক মাসিক হলে নাকি সেটা অসুখ হিসেবে ধরা হয় মাসিক হিসেবে ধরা হয়না। এজন্য আমি ৬ষ্ঠ দিনে তার সাথে সহবাস করি। তার ৫ দিন এর ব্যাখ্যা কি সত্য? যদি সত্য না হয়ে থাকে তাহলে আমার এখন করণীয় কি?

১৮ জুন, ২০২৩
Gossai Jowair

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


হায়েয বা মেয়েদের মাসিকের সর্বনিম্ন মেয়াদ তিন দিন তিন রাত৷ আর সর্বোচ্চ সময় দশ দিন দশ রাত। আর মাসিক অবস্থায় জেনেশুনে স্ত্রীর যোনিপথে সহবাস করা হারাম। তবে এ অবস্থায় যোনি ব্যবহার ও পুংমৈথন ছাড়া অন্য সব আচরণের অনুমতি রয়েছে। হাদীস শরীফে এসেছে, ঋতুবতী স্ত্রীর সাথে মেলামেশা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, রাসূলুল্লাহ ﷺ বলেন,
اصْنَعُوا كُلَّ شَيْءٍ إِلا النِّكَاحَ
সহবাস ব্যতীত তার সাথে সবকিছু কর। (মুসলিম ৩০২)
সুতরাং প্রথমত আপনি আল্লাহ তাআলার কাছে তওবা-ইস্তিগফার করুন। তাছাড়া হায়েযের শেষ দিকে সহবাস হলে অর্ধ দীনার সদকা করার কথা কোনো কোনো হাদীসে বর্ণিত হয়েছে। তাই এক্ষেত্রে তাওবা-ইস্তিগফারের পাশাপাশি উপরোক্ত নিয়মে সদকা করে দেওয়া উত্তম হবে।
প্রকাশ থাকে যে, দীনার একটি স্বর্ণমুদ্রা। যা বর্তমান হিসেবে ৪.৩৭৪ গ্রাম সমপরিমাণ স্বর্ণ।
(জামে তিরমিযী, হাদীস ১৩৭; মুসনাদে আহমদ, হাদীস ২২০১; বাযলুল মাজহূদ ২/২৭৮; আলবাহরুর রায়েক ১/১৯৭; ফাতহুল কাদীর ১/১৪৭; ফাতাওয়াল ওয়ালওয়ালিজিয়া ১/৫৭; আদ্দুররুল মুখতার ১/২৯৮)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন