প্রশ্নঃ ৩৫৭৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। বেয়াদবি মাফ করবেন।আমি একটা ব্যক্তিগত সমস্যা নিয়ে জানতে চাচ্ছি। আমি মোটামোটামুটি ইসলাম মেনে চলার চেষ্টা করি আর নিজেকে গুনাহ করা থেকে সরিয়ে রাখার চেষ্টা করি।আলহামদুলিল্লাহ। কিন্তু যখন আমার পিরিয়ড চলে, ওই অবস্থায় নামাজ,কুরআন থেকে দূরে সরে যাই আর তখনই কি যে হয় আমার, আমি নানান রকম গুনাহে লিপ্ত হয়ে পরি। দুনিয়ামুখি হয়ে যায়। না চায়তেও পাপ করে ফেলি। তওবা করে ফিরে এসেছি যেসব পাপ হতে,নিজেকে গুটিয়ে রেখেছি অনেক দিন ধরে, এমন পাপ ও ওই সময় হয়ে যায়।যা আমাকে পেরেশান করে দিচ্ছে।মানসিক ভাবে অশান্তিতে থাকি।এর থেকে পরিত্রাণের কোনো উপায় আছে? এমক্ন কোনো আমল আছে যা পিরিয়ড অবস্থায় করলে আমার ঈমান ঠিক রাখতে পারব???ভুল কিছু বলে থাকলে ক্ষমার চোখে দেখবেন।জাজাকাল্লাহ খাইরান।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বেশকিছু গুনাহ আছে যা পরিবেশের প্রভাবে হয়ে থাকে। এসব গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহের পরিবেশ থেকে বাঁচতে হবে।
অতএব পিরিয়ডের সময় এমন পরিবেশ থেকে নিজেকে হেফাজত করুন যে পরিবেশে ঐ অন্যায়গুলো হয়ে যায়।
দ্বিতীয়তঃ পিরিয়ডের সময় একটি শিডিউল তৈরি করুন। দৈনিক এত সংখ্যক দরূদ শরীফ, এত সংখ্যক ইস্তেগফার পড়বেন এবং নবীজির সিরাত গ্রন্থ থেকে এত পৃষ্ঠা অধ্যয়ন করবেন। এভাবে দিনপঞ্জী সাজিয়ে নিলে আশা করা যায় ঐসব গুনাহ থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন