আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

চার তরিকা কী?

প্রশ্নঃ ৯৯১৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চার তরিকা কি ?

২৪ অক্টোবর, ২০২৩
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


কোরআনের ভাষায় যা ‘তাযকিয়াতুন নাফস’ হাদিসের ভাষায় যা ‘ইহসান’ কালক্রমে তাই পরিভাষায় ‘তাসাউফ’ নাম ধারণ করেছে। তাসাউফের প্রসিদ্ধ চারজন ইমাম ছিলেন তাদের নামের সাথে সম্পৃক্ত করেই গড়ে ওঠেছে চার তরিকা বা চার সিলসিলা। যা কাদেরিয়া, সোহরাওয়ার্দীয়া,চিশতিয়া ও নকশবন্দিয়ার নামে প্রসর লাভ করে। আরো বিস্তারিত জানতে পড়ৃন মাওলানা মাহমূদ আশরাফ উসমানী ও মাওলানা অব্দুল মালেক হাফি. এর যৌথগ্রন্থ “তাসাউফ তত্ব ও বিশ্লেষণ”। বইটি প্রকাশ করেছে মাকতাবাতুল আশরাফ, ইসলামী টাওয়ার, বাংলাবাজার ঢাকা।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর