আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মনে মনে তালাক দিলে

প্রশ্নঃ ৯৫৩৮৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো স্ত্রী tar স্বামী কে বললো এটা করো আর মনে মনে বললো এটা না করলে তালাক হয়ে যাবে আমাদের। কিন্তু ওই কাজ টা স্বামী না করলে কি তালাক হয়ে যাবে?

১৩ মার্চ, ২০২৫
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ইসলাম তালাক প্রদানের অধিকার একমাত্র পুরুষকেই দিয়েছে। নারী পুরুষকে তালাক দিতে পারে না। দাম্পত্য কলহের সমাধান শুধু তালাক নয়, বরং তার আগেও কিছু কাজ আছে সেগুলোতে ব্যার্থ হলেই ইসলাম তালাকের অনুমোদন করে। কাজেই পারিবারিকভাবে আলোচনার মাধ্যমে সমাধানের কোনা রাস্তা খুঁজে পাওয়া যায় কি না চেষ্টা করুন। প্রয়োজনে উভয় পক্ষের মান্যবর লোকদের মাধ্যমেও চেষ্টা করুন।


যদি বিয়ের সময় কাবিননামার ১৮ নং ধারায় (বাংলাদেশে) স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক গ্রহনের অনুমতি দিয়ে থাকে তবেই …. নারী নিজের ওপর তালাক গ্রহন করতে পারবে। কাজেই কাবিননা এবং সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে সরাসরি কোনো ফতোয়া বিভাগে যোগাযোগ করুন। বিস্তারিত দেখে তারা করণীয় ঠিক করে দিবেন।

লিখেছেন:
মুফতি সাইদুজ্জামান কাসেমি
উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।

======

بسم اللّٰه الرحمٰن الرحيم

ইসলামে তালাক প্রদানের অধিকার স্বামীকে দিয়েছে, স্ত্রীকে নয়। স্ত্রী তার স্বামীকে তালাক দিলে অথবা দুজনের মাঝে তালাকের ঘোষণা দিলেও তালাক হবে না।
তবে বিবাহের পর কাবিননামার ১৮ নং উপধারা অনুযায়ী যদি বিশেষ কোনো শর্তসাপেক্ষে অথবা শর্ত ছাড়াই স্বামী তার স্ত্রীকে তালাকের অধিকার تفويض তাফওয়ীয করে, তথা স্ত্রীর কাছে অধিকার অর্পণ করে, সেক্ষেত্রে ঐ শর্ত পাওয়া গেলে স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করতে পারবে। (স্বামীকে তালাক দিতে পারবে না।) কেননা নিজের উপর তালাক গ্রহণ করা, আর স্বামীকে তালাক দেয়া আকাশ পাতাল তফাৎ।

আল্লাহ তাআলা এই উম্মতের মনে মনে কল্পনার গুনাহ মাফ করে দিয়েছেন।

إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِي عَنْ أُمَّتِي مَا وَسْوَسَتْ بِهِ صُدُورُهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَكَلَّمْ

নবী (ﷺ) বলেছেন, (আমার বরকতে) আল্লাহ আমার উম্মতের অন্তরে উদিত ওয়াসওয়াসা (পাপের ভাব ও চেতনা) মাফ করে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত না সে তা কাজে পরিণত করে অথবা মুখে বলে।
—সহীহ বুখারী ২৫২৮

এজন্য কাল্পনিকভাবে তালাক দিলে তালাক হয় না। যতক্ষণ পর্যন্ত মুখে উচ্চারণ করবে, অথবা লিখিত তালাক দিবে।

আপনি প্রশ্নে যেভাবে উল্লেখ করেছেন, বর্ণনা যদি শুধু এটুকুই হয়ে থাকে, তাহলে আপনাদের স্বামী স্ত্রীর মাঝে তালাক হয়নি।

সাবধান! যে কোন মনোমালিন্য, কথা কাটাকাটি, অথবা স্বামী স্ত্রীর খুনসুটির মধ্যে তালাকের উচ্চারণ, তালাকের প্রসঙ্গ টেনে আনা থেকে খুব হুঁশিয়ার থাকতে হবে। তালাক হাস্য রসিকতা অথবা ছেলে খেলার বিষয় নয়।
আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বিধান নিয়ে মশকরা করা থেকে হেফাজত করেন।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ ইমাম, বাইতুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদী হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা মুফতি ও মুহাদ্দিস, জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মোহাম্মদপুর, ঢাকা। সাধারণ সম্পাদক, মুসলিম বাংলা ফাউন্ডেশন
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন